Ameen Qudir

Published:
2020-03-17 14:45:07 BdST

করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ চায় ভারত


ডেস্ক
__________________

  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, সার্কভুক্ত দেশগুলোকে জরুরি ব্যবস্থা হিসেবে অনলাইন ট্রেনিং ক্যাপসুল সরবরাহের প্রস্তাব দিয়েছে ভারত। ‘রেইসিং ক্যাপাসিটি ফর ইর্মাজেন্সি স্টাফ ক্রসিং ইন্ডিয়া’ যে মডেলটা ভারত ব্যবহার করে সফল হয়েছে, সেই মডেলটাই ব্যবহার করা যাবে।তিনি জানান, ভারতে অনেক মানুষ বিদেশে আসে যায়। সুতরাং ভারত যে জরুরি ব্যবস্থা নিয়ে সফল হয়েছে, সেই অভিজ্ঞতা ভাগাভাগি করতে প্রস্তুত আছে।

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলয় ভারত যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো সার্কভুক্ত দেশগুলো চাইলে শেয়ার করা হবে। একসঙ্গে এসব কাজ করা সম্ভব।
সম্প্রতি ভারতীয় হাইকমিশনে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কর্মপন্থা ঠিক করতে সার্কভুক্ত আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ভিডিও কনফারেন্স শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সার্কভুক্ত দেশগুলোর পর্যটনে যে প্রভাব পড়েছে সেটা কাটিয়ে উঠতে রোগ নজরদারি সমন্বিত স্বাস্থ্য তথ্য প্ল্যাটফর্ম ‘ইন্টিগ্রেটিড হেলথ ইনফরমেশন প্লাটফর্ম ফর ডিজিজ সার্ভিলেন্স’ সার্ক দেশগুলোর সঙ্গে শেয়ার করার প্রস্তাব দেওয়ার কথা জানান রীভা গাঙ্গুলি দাশ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়