Ameen Qudir
Published:2020-03-12 16:35:53 BdST
করোনা ভাইরাস সংক্রমণকে বিশ্বমারী হিসেবে ঘোষণা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অধ্যাপক শুভাগত চৌধুরী
বাংলাদেশের চিকিৎসাসাহিত্যের পথিকৃৎ
_______________________
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস সংক্রমণকে বিশ্বমারী (Pandemic ) হিসাবে ঘোষণা দিলেন ।
নভেল করোনা ভাইরাস গত বছর চীনে যার উদ্ভব এর কারনে সারা বিশ্বে ১২১০০০ জনকে সংক্রমিত করেছে । প্রাণহানি ঘটিয়েছে ৪১০০ জন লোকের ।এই গোলার্ধের ১০০ টির বেশি দেশে ঘটেছে এর বিস্তার ।
প্যানডেমিক বা বিশ্বমারী এভাবে সংজ্ঞায়িত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা " নতুন রোগের বিশ্বব্যপি বিস্তার " রোগটির ভৌগলিক বিস্তার, রোগের গুরুতর প্রকৃতি, সমাজের উপর এর প্রভাব সব মিলিয়ে এটি নির্ধারণ করা হয়। প্যানডেমিক শব্দটি এসেছে গ্রীক শব্দ "প্যান" আর "ডেমস" থেকে, নির্দেশ করে এটি বিশ্বের প্রতিটি মানুষকে আক্রমন করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেবিয়াসেস বলেন এটি ইনফ্লুয়েঞ্জা মহামারী হলে ইতিমধ্যে বিশ্বে জনগোষ্ঠীতে তা ব্যপক ছড়িয়ে পড়ত, এর গতি ধীর করা বা নিয়ন্ত্রনে রাখা বা সংযত রাখা সম্ভব নয়। তবে কভিড-১৯-কে নিয়ন্ত্রনে রাখা আর সংযত রাখা বাস্তবায়নযোগ্য। ইতিমধ্যে একে বৈশ্বিক জরুরী স্বাস্থ্য পরিস্থিতি, ঘোষণা দেয়া হয়েছে। বিশ্বমারীর সংখ্যাভিত্তিক সংজ্ঞা নাই, এ যেমন সৌন্দর্যকে চোখে যেভাবে দেখেন "in the eyes of a beholder ", বলেন ভ্যানডারবিলট স্কুল অব মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ উইলিয়াম শেফনার । মহামারি হল স্থানিক বা আঞ্চলিক প্রাদুর্ভাব, বৈশ্বিক নয়, এতদিন করোনাকে তেমন মনে করা হচ্ছিল ।
কোভিড ১৯ এর নিরাময় নাই, এর জন্য টিকাও নাই, তবে আমেরিকার এনআইএইচ বলেন, টীকা বেরুতে বছর খানেক লাগতে পারে। ভাল করে বার বার নিয়মিত হাত ধোয়া হল প্রতিরোধ ব্যবস্থা ।
মৃদু করোনা সংক্রমণের চিকিৎসা ফ্লুর মত, প্রচুর বিশ্রাম, পানি পান, ব্যথা হলে ওষুধ। গুরুতর হলে হাসপাতালের যন্ত্রপাতির সাহায্য লাগে, শ্বাস কষ্ট বেশি হলে লাগতে পারে ভেনটিলেটার শ্বাস ক্রিয়া চালু করার জন্য।।
অধ্যাপক শুভাগত চৌধুরী
Ex Principal Chittagong Medical College and Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM
আপনার মতামত দিন: