Ameen Qudir

Published:
2020-03-12 01:09:05 BdST

চীনা বিজ্ঞানীদের রোবট ডাক্তারদেরকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছে


অধ্যাপক শুভাগত চৌধুরী
বাংলাদেশের চিকিৎসাসাহিত্যের পথিকৃৎ
_________________

প্রযুক্তি আর কৃত্তিম বুদ্ধি মত্তা কি না করতে পারে; 
চীনা বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন একটি রোবট যা ডাক্তারদের কে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে । মেডিক্যাল স্টাফ যে টেস্ট করেন সেগুলো রোবট করতে পারে । ভিন্ন ঘর থেকে একে নিয়ন্ত্রন করা যায় । এমনকি অন্য নগরী থেকে । স্বাস্থ্য কর্মীরা সংক্রমিত না হয় কাজ করতে পারেন । সুয়াব নিতে পারে স্ক্যানও । তাপমাত্রা চেক করতে পারে । ওষুধ প্রয়োগ করতে পারে । রোগীর হার্ট আর ফুস্ফুসের শব্দ শুনতে পারে । এপর্যন্ত চীনা বিজ্ঞানীরা দুটো রোবট তৈরি করেছেন । এরা ব্যবহার করেছেন স্পেস স্টেশন আর লুনার অভিযাত্রীদের প্রযুক্তি । রোবটের বাহু তে যুক্ত আছে হুইল আর ক্যামেরা । করোনা আক্রান্ত লোকের কাছ হেকে নিরাপদ দূরত্বে থাকার সুবিধা দেয় এই রোবট । কভিড প্রাদুর্ভাবের কিছু কিছু এলাকায় এক তৃতীয়াংশ ছিলেন ডাক্তার আর স্বাস্থ্য কর্মী । চীনে আছে ৮০৩৯৯ রোগী মারা গেছেন ৩১২০ জন। ৫৮৭২১ সেরে উঠেছেন । লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবন হয়েছে বিপর্যস্ত । করোনার বিরুধে লড়াইয়ে চীন জয়ী হতে চলেছে । নতুন সংক্রমণ অন্যান্য দেশের তুলনায় কম ।


২.
করোনা আক্রান্ত রোগীদের সেবা দান কারী চিকিৎসক , নার্স আর স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা
তারা ব্যক্তিগত সুরক্ষা যন্ত্র পাতি ব্যবহার করবেন (Personal protective equipment PPE)
Goggles or disposable shield full face shield
NIOSH approved N 95 filtering face piece respirator
Non sterile , disposable patient isolation gowns
one pair of clean non sterile gloves
No shoe or boot covers
as recommended by CDC
this is for preparedness to handle patients in future n.
Doctor or health worker should not stay within 2 meters from patient for prolonged period
should not have direct contact with infectious secretions of COVID 19 patients such as sputum , serum blood , respiratory droplets . there is chance of infections.
Health care personnel while treating patients should adhere to CDC guidelines for IPC
Assess the patients
use standard precautions, contact precautions and air borne precautions
perform hand hygiene
Practice how to properly Don , use and Doff PPE
perform aerosol generating procedures
Environmental Cleaning and disinfection
Contact Occupational health authority
If you have unprotected exposure to a corona patient or suspected corona patient
If you develop symptoms suspected of Corona (fever, cough , respiratory difficulty ) do not report to work and report to work and contact with Occupational health authority
আমাদের হাসপাতাল অনুমিত রোগীদের জন্য প্রস্তুত করাই শুধু নয় এদের সেবা দান কারীরা যাতে সুরক্ষিত থাকে সে দিকও দেখতে হবে কারন ঈশ্বরের পর এখন রোগীর কাছের লোক হল এরা ।আমরা আতংকিত হবনা লড়ব কিন্তু প্রস্তুত হতে হবে যে কোন লড়াইয়ের জন্য।
৩.

করোনা জীবনে , সামাজিক আর কর্মজীবনে এনেছে পরিবর্তন
করোনা প্রাদুর্ভাবের পর থেকে অনেক কোম্পানি , প্রতিষ্ঠান অনেক অনুষ্ঠান বাতিল করছেন, অনেক অনাবশ্যক ব্যবসা ভ্রমন সীমিত করছেন , সভা সমিতি কমিয়ে আন ছেন , অনেক কর্মচারীদেরকে বাসা থেকে কাজ করতে বলছেন ,। সমভাবে অনেকেই ব্যক্তিগত ভ্রমন স্থগিত করছেন ।
এই প্রাদুর্ভাব সত্যি আমাদের ব্যক্তিগত আর পেশাগত কর্ম সূচিতে ব্যঘাত ঘটিয়েছে , দৈনন্দিন জীবনে এনেছে পরিবর্তন ।
তবে বাধা নিয়ে চলতে গিয়ে সব সময় তা মন্দ তাই কি ? এতে অনেক সময় ভিন্ন চিন্তা ভিন্ন ভাবে চলা হিতকর হতেও পারে কার্যকরী পরিবর্তনের দিকে তা যেতেও পারে ।
এমন তথ্য উপাত্ত আছে যা পর্যালোচনা করে দেখা যায় বাধা পেলে মন অনেক সময় হয়ে উঠে সৃজন শীল । আমাদের চিরাচরিত চলার দৃষ্টি ভঙ্গী বদলে যায় । কিছু ভিন্ন চিন্তার উদয় হয় :
১,। মনে হয় সম্মেলন সব গুলো যা মনে করি সব এত মূল্য বান নয়
২। সব সময় দিন ভর এত লোকজন নিয়ে মুখো মুখি বসে সভা করা কি সত্যি প্রয়োজন ?
৩। হয়ত অনেক কর্মচারীর জন্য ঘরে বসে কাজ করা অনেক বেশি কম চাপের , আর বেশি ফল প্রসূ ।
৪। আমরা যা চাই এ থেকে কমেও আমরা সুখি হতে পারি ।
জীবনের এমন পরিস্থিতিতে দৃষ্টি ভঙ্গী গুরুত্ব পূর্ণ । করোনা ভাইরাস কিছু লোকের জন্য বিপজ্জনক তবে অনেকের জীবনে আনে এমন ভাবনা যে আমরা জীবনে মুল্যবান বলে যা ভাবি তা চ্যালেঞ্জের মুখো মুখি । যারা সংকট উত্তরণে উৎকর্ষ আনে এদের দৃষ্টি ভঙ্গি এমন এরা জীবনে পূর্ণতা খুজে পায় অন্যকে সহায়তা দিয়ে যার চাহিদা নিজের চেয়ে বেশি ।
let me quote : "When one door closes , another opens , but we often look so long and so regretfully upon the closed door that we do not see the one which i has opened for us "
Alexander Graham Bell

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়