Ameen Qudir
Published:2020-03-10 19:43:59 BdST
চিকিৎসকরা কোন মহামারীর সময় চিকিৎসার দাম বাড়িয়েছে? তারপরেও সবার কাছে "কসাই"
ডা. রাজিয়া ইসলাম
_______________
রোজা রমজান এলে সবধরণের দ্রব্যের দাম বাড়ায় ব্যবসায়ীরা। বাজারে কোন কিছুর অভাব হলে সেসব জিনিসের দাম রাতারাতি আকাশে ওঠায় সারাদিন নীতিকথা বলা লোকজন। কেউ কোন অসুবিধায় পড়লে তার ফায়দা লোটে সবাই। কৃত্রিম সঙ্কট তৈরী করে শুধু মুনাফা আর লোভের রাজত্ব চারদিকে। শুধু ব্যতিক্রম চিকিৎসকরা। তারা মানুষের অসুবিধার কোন সুযোগ নেন না। বরং বিপদে তারা জানপ্রান প্রাণ দিয়ে রোগীদের জীবন বাঁচান। গত বছর ডেঙ্গুরোগীদের জীবন বাচিয়েছেন বাংলাদেশের ডাক্তাররা। নিজেরা মারা গেছেন , কিন্তু দিনরাত কাজ করে গেছেন। সেবা দিয়েছেন। কোন কৃতজ্ঞতা পান নি অকৃতজ্ঞ জাতির।
একইভাবে এবার চীনসহ নানা দেশের ডাক্তাররা করোনা রোগীদের বাঁচিয়ে তুলছেন। নিজেদের জীবনের পরোয়া করছেন না। আর লোভী বিভিন্ন পেশার লোকজন করে ঠিক উল্টোটা।
এ বিষয়ে সুন্দর বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ডা. সরদার আতিক। তিনি বলেন,
কোন কালে কোন রিপোর্ট আছে এদেশের চিকিৎসকরা কোন মহামারীর সময় চিকিৎসার দাম বাড়িয়েছে? তারপরেও সবার কাছে এদেশের চিকিৎসকরা "কসাই"।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দয়া করে এই পোস্ট দেখে লাইক না দিয়ে যাবেন না।
আপনার মতামত দিন: