Ameen Qudir

Published:
2020-03-10 19:01:15 BdST

ম্যাকাও তে করোনা আক্রান্ত সবাইকে সুস্থ করে তুললেন চিকিৎসকরা


ডেস্ক
_______________________

করোনা ভাইরাস নিয়ে ধর্মান্ধ গুজব ও আতঙ্ক না ছড়িয়ে সতর্কতা বেশি স্বাস্থ্য-সুস্থকর। এটা কোন অভিশাপ নয়। এর মধ্যেই বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে বিশ্বের একাধিক দেশে ব্যপক সাফল্য এসেছে। এর মধ্যে আছে ম্যাকাও।
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা দিব্যি সুস্থ হয়ে উঠেছেন সেখানে । ম্যাকাওতে সর্বশেষ আক্রান্ত ব্যক্তিও এখন সম্পূর্ণ সুস্থ ।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শুক্রবার ম্যাকাউয়ের সর্বশেষ ব্যক্তিটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

সর্বশেষ করোনা আক্রান্ত ৬৪ বছর বয়সী এক নারীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করে।

ম্যাকাওতেও কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। চীনের সঙ্গে যুক্ত এই অঞ্চলটি ভাইরাস নিয়ন্ত্রণে বিভিন্ন স্বাস্থ্য পদক্ষেপ নেয়। সেই সঙ্গে আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এক্ষেত্রে তারা ১০০ ভাগ সফল হয়েছে।

ম্যাকাউ স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর লেই চিন-ইয়ন বলেন, ‘ম্যাকাওতে এখন কোনো করোনা রোগী নেই, কোনো গুরুতর বিষয়ও নেই, কোনো মৃত্যু নেই, কোনো সংক্রমণের ঘটনাও নেই।’

৪ ফেব্রুয়ারি থেকে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি অঞ্চলটিতে।

করোনা মোকাবিলায় এমন সাফল্যের জন্য লেই তার দপ্তর, অন্যান্য বিভাগ ও সরাসরি যুক্ত কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়