Ameen Qudir

Published:
2020-03-09 17:32:39 BdST

করোনা ভাইরাস নিয়ে গালগল্প: বিশ্বাস করলে ঠকবেন: সতর্ক হলে বাঁচবেন


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের সব্যসাচী
_______________________

করোনা ভাইরাস নিয়ে গালগল্প।
করোনা ভাইরাস সংবাদ শিরোমণি হয়ে উঠার সাথে সাথে এ নিয়ে অনেক গালগল্প চালু হয়েছে এসব নিয়ে কথা
নতুন করোনা ভাইরাস SARS CoV2 চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ব্যতিক্রম এখন ও আনটারটিকা ।
যে সব গুজব গালগল্প ছ্রিয়েছে
১। ত্বকে এলকোহল বা ক্লোরিন স্প্রে করলে ভাইরাস মরে যায় । বরং এতে ত্বকের ক্ষতি হয় ভাইরাসও মরেনা । কর্ম পৃষ্ঠ জীবাণুমুক্ত করতে জীবাণু নাশক ব্যবহার করা হলেও ত্বকে নয় ।
২। কেবল বৃদ্ধ আর তরুণরা ঝুঁকিতে ।
সব বয়সের সবাইকে এই ভাইরাস আক্রমন করতে পারে । তবে বৃদ্ধ আর বয়স্ক যাদের ডায়ে বে টি স বা হাপানি আছে এরা অসুস্থ হয় বেশি
৩। শিশুদের COVID 19হবেনা । একথা সত্য নয় । বয়স্কদের প্রবণতা বেশি কিন্তু শিশুরা এ থেকে মুক্ত তা নয় ।
৪। COVD 19 ফ্লুর মতই ।
যদিও এতে ফ্লুর মত উপসর্গ হয় তবে প্রত্যেক ক্ষেত্রে আছে মৃদু মাঝারি গুরুতর এদের দুটোতেই নিউমোনিয়া হতে পারে । COVD 19 সার্বিক প্রফাইল বেশি গুরুতর । এতে মৃত্যু হার ১-৩ শতাংশ ।
৫। COD19 হলেই মৃত্যু । কথা ঠিক না ।
সামান্য কয়েকজনের ক্ষেত্রে মাত্র মারাত্মক হতে পারে । ৮১ শতাংশ সংক্রমণ ছিল মৃদু ।
৬। বিড়াল আর কুকুর এটি ছড়ায় । কথা সত্য নয়।
৭। ফেস মাস্ক করোনা ভাইরাস সুরক্ষা দেয় । ডাক্তাররা প্রফেসনেল ফেস মাস্ক ব্যবহার করেন সংক্রমণ সুরক্ষায় । ডিস পো জে বল মাস্ক কোন সুরক্ষা দেয়না ,। কারো শ্বাস যন্ত্রের অসুখ থাকলে তাদের থেকে অন্যে সংক্রমণ ছড়ান বাধা পেতে পারে । ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিশেষজ্ঞ ডা বেন কিলিংলে বলেন এমন মাস্ক করোনা ঠেকায় এমন তথ্য প্রমান নাই । বরং মাস্ক পড়া মানুষকে দেয় মিথ্যে আশ্বস্তি আর এজন্য আসল জিনিষ ভুল হয় অর্থাৎ হ্যান্ড হাইজিন ।
৮। হ্যান্ড ড্রাইয়ার ভাইরাস নিধন করে । এও ভুল কথা ।
৯/। SARS CoV2 হল কোল্ড ভাইরাসের মিউটেটেড রূপ ।
করোনা ভাইরাস হল ভাইরাসের এক বড় পরিবার প্রত্যেক টির পিঠে আছে সূচি মুখ কিলক খচিত প্রোটিন ।এসব ভাইরাসের কয়েকটি মানুষকে নেয় প্রাথমিক পোষক হিসাবে করে সাধারন ঠাণ্ডা । অন্যান্য করোনা SARS -CoV 2 পশু প্রাণী থেকে আসে মানুষের মধ্যে ।মিডল ইস্ট রেস্পি রে টরি সিনড্রোম (মারস) আর সিভিয়ার একিউ ট রেস্পি রে টরি সিনড্রোম (সারস) এসেছিল পশু প্রাণী থেকে মানুষের মধ্যে ।
১০। ভাইরাস দ্বারা সংক্রমিত হতে কারো সংস্পর্শে থাকতে হবে ১০ মিনিট ।
যত বেশি সময় থাকবেন সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি তবে ১০ মিনিটের কম সময়েও হতে পারে ।
১১্‌। নাক লবন জল দিয়ে ধুলে লাভ হয় । পক্ষে তথ্য প্রমান নাই ।
১২। ব্লিচ গরগরা তে লাভ । বরং ক্ষতি কারন ব্লিচ ক রো সি ভ ।
১৩। এনটিবায়টিক ব্যবহারে সুফল ,। না ঠিক না ।ব্যাকটেরিয়া নিধন হয় ভাইরাস নয় ।
১৪/।থারমেল স্কেনার করোনা শনাক্ত করে । , না এটি জ্বর শনাক্ত করে , করোনা না । ফ্লু হলেও জ্বর হতে পারে ।
১৫। রসুন সুরক্ষা করে । তথ্য প্রমান নাই ।
১৬। চীন থেকে আসা পারসেল থেকে ছড়াতে পারে । তেমন সম্ভাবনা নাই ।
১৭। ঘরোয়া টোটকা ওষুধে সুফল । না। বরং হ্যান্ড হাইজিন আর সঙ্ক্রমিত লোক থেকে দূরে থাকা সুফল প্রদ ।
১৮। চিনা ফু ড খেলে হতে পারে। না ।
১৯। মল মুত্র থেকে ছড়ায় । খুব অসম্ভব । আর খুব সংবেদনশীল টেকনিক দিয়ে মলে ভাইরাস পেলেও তা মানব দেহে সন্রমন ক্ষম থাকেনা । বলেন লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এন্ড হাইজিনের অধ্যাপক জন এডমাণডস ।
২০ আবহাওয়া উষ্ণ হয়ে উঠলে এই ভাইরাস মরে যেতে পারে । এখনো বিজ্ঞানীরা নিশ্চিত নন /
২১। SARS CoV 2 সবচেয়ে মারাত্মক ভাইরাস । তা নয় যদিও এটি গুরুতর । এবলা সংক্রমণে মৃত্যু হার আরও বেশি ।
২২,। ফ্লু আর নিউমনিয়া টিকা এই ভাইরাসে সুরক্ষা দেয় । না ।
২৩। ভাইরাসের উৎস চীনের কোন লেবরে টারি । এমন প্রমান নাই ।
২৪। বাদুরের সুপ খেয়ে রোগ শুরু। যদিও ভাইরাস এসেছে মানবেতর প্রানি থেকে মানুষের মধ্যে তবে সুপ খেয়ে হয়েছে এমন প্রমান নাই ।'

আর আমরা আশা করি এটি সামলাতে সক্ষম । আতংকিত হবেন না , সচেতন আর সতর্ক থাকুন ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়