Ameen Qudir
Published:2020-03-08 00:57:29 BdST
"বাংলাদেশের গ্রামে গ্রামে এসে গেছে বহুল প্রতীক্ষিত করোনা ভাইরাস ভ্যাকসিন!"
___________________________
বাংলাদেশের তৃণমূল পর্যায়ে করোনা ভাইরাস চিকিৎসা নিয়ে কি ভয়াবহ অজ্ঞতা , অন্ধতা , মুর্খতা বিরাজ করছে, তা জানা গেল মৌলভীবাজার বিএমএ-র সভাপতি ডা. মোঃ শাব্বির হোসেন খান এর একটি কৌতুক মিশ্রিত অনবদ্য লেখায়। জানা যায়, আল্লামা
মুফতি ইব্রাহিম নামে বাংলাদেশের এক মহাজনপ্রিয় ওয়াজে কেরাম সারাদেশে গ্রামে গ্রামে করোনা ভাইরাস ভ্যাকসিন হিসেবে স্বপ্নে পাওয়া এক মহৌষধ বয়ান করে ফিরছেন। লাখ লাখ অজ্ঞ মুর্খ বাংলাদেশী তা অকাতরে বিশ্বাস করে চলেছে।
আল্লামা মুফতি ইব্রাহিম এর করোনা ভাইরাস ভ্যাকসিন হল: 1.q7+6=13 । যা বাস্তবে নিচের ক্লাসের বীজগনিতের একটি অঙ্কের হাস্যকর অনুকরণ মাত্র।
মৌলভীবাজার বিএমএ-র সভাপতি ডা. মোঃ শাব্বির হোসেন খান তার সরস কৌতুকপূর্ণ লেখায় জানান,
এসে গেছে বহুল প্রতিক্ষিত করোনা ভাইরাস ভ্যাকসিন!
এন্টারকোটিক মহাবিজ্ঞানী, এ'দেশের গর্ব ইব্রাহিমোভিচ হুগুরের ফর্মূলা (1.q7+6=13 ) অনুসারে, মুফতি ইব্রাহিম ফার্মাকোপিয়ায় (MIP) প্রস্তুত এই ভ্যাকসিনটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে হুগুরের সব ওয়াজ মাহফিলে। তাই, আর দেরী নয়, দলে দলে ইব্রাহিম (?আব্রাহাম) হুগুরের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে Covid19 থেকে বাঁচুন!
এই ভ্যাকসিনের প্রতি মিঃলিঃ এ রয়েছে 1.q7+6=13 Ibrahimogram Live Attenuated Corona Virus.
ডা. মোঃ শাব্বির হোসেন খান
আপনার মতামত দিন: