Ameen Qudir
Published:2020-02-25 06:50:25 BdST
দক্ষিণ সুরমা উপজেলার হাজারো মানুষের ভালবাসায় ডা.সাঈদ এনামের বিদায় সম্বর্ধনা
ডেস্ক
_________________
২৪ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকায় দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতাল চত্বরে এক আবেগঘন পরিবেশে প্রাক্তন ইউএইচএফপিও সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম কে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি ডা. সাঈদ এনাম সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে যোগদান করে। দক্ষিণ সুরমা কাজকালে লাখো মানুষের ভালবাসায় সিক্ত হন সাঈদ এনাম। এলাকায় তিনি কালজয়ী বাম্পার হিট ছায়াছবি জীবন নিয়ে খেলা ছবির রঞ্জিত মল্লিক অভিনীত ডাক্তার চরিত্র ডা. শুভঙ্কর স্যান্যালের মত জনপ্রিয় ছিলেন। তিনি এলাকায় রোগীদের কাছে বাস্তবের ডা. রঞ্জিত মল্লিক ছিলেন। অনেকে তাকে ভালবেসে মানবতার ডাক্তার, সকলের ডাক্তার হিসেবে সম্বোধন করতেন। তার বিদায়ের আয়োজন বিপুল জনউপস্থিতি ও কান্নাবিধুর পরিস্থিতি তারই সাক্ষ্য দেয়।\
বিদায় সম্বর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট -৩ (দঃসুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের জনপ্রিয় সংসদ সদস্য, ধর্ম ও বানিজ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, হসপিটাল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এম পি ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম স্বীয় যোগ্যতায় হাসপাতালের নানা উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত থেকে পদোন্নতি নিয়ে চলে গেছেন। হয়তো তিনি একসময় আরো বড় পদে অধিষ্ঠিত হবেন। আশা করবো তিনি তাঁর এই প্রিয় কর্মস্থল কে হৃদয়ে রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাইফুল আলম এবং মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন। তারা বিদায়ী ইউএইচএফপিওর প্রসংশা করে বলেন মাননীয় সংসদ মহোদয়ের পাশে থেকে তিন যেভাবে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন তা সবাই মনে রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব যোগদান কৃত ইউএইচএফপিও ডা. মাহবুবুল আলম। নব যোগদানকৃত ইউএইচএফপিও কে বরন করে নেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
আপনার মতামত দিন: