Ameen Qudir

Published:
2020-02-23 22:26:02 BdST

ঝরে পড়া সেরা মেধাবী রাজ কুমার শীলের পাশে এবার দাঁড়ালো দিনাজপুর পুলিশ



ডেস্ক
____________________

ডাক্তার প্রতিদিনে প্রকাশিত "ঢাকা মেডিকেল ও ঢাকা বোর্ডের শীর্ষ মেধাবী রাজকুমার এখন ৫০ টাকার দিনমজুর" শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর মানবিক মহাআলোড়ন চলছেই । ঝরে পড়া সেরা মেধাবী রাজ কুমার শীলের পাশে এবার দাঁড়ালো দিনাজপুর পুলিশ । ডাক্তার প্রতিদিনে ১৫ লাখের বেশী পাঠক এ পর্যন্ত পড়েছেন রিপোর্টটি। সবাই মানবিক বোধে আপ্লুত হয়েছেন। মানবিক সাহায্যের জন্য সবাই আগ্রহী। রিপোর্টটি এ পর্যন্ত শেয়ারই হয়েছে ১ লাখ ৬৪ হাজার।এই শেয়ার বেড়েই চলেছে। বিশ্বব্যাপী অনলাইন বাংলাপাঠকদের কাছে প্রতিবেদনটি। এ নিয়ে সাহায্য সহযোগিতার পাশাপাশি কিছু শুভখবরও আসছে।চিকিৎসার দায়িত্ব নিল দিনাজপুরের ২ মেডিকেল কলেজ; পাশে দাড়াল দিনাজপুর পুলিশও।
দিনাজপুরের সুপার মোহাম্মদ আনোয়ার শনিবার বিকেলে বিরামপুর পৌর শহরের ঘাটপাড় এলাকায় রাজকুমার শীলের বাসায় যান ।

এ সময় অসুস্থ রাজকুমার শীলকে ফুল দিয়ে বরণ করেন তিনি। পরে রাজকুমার শীলের চিকিৎসার জন্য নিজ তহবিল থেকে নগদ ২০,০০০ হাজার টাকা এবং প্রতিমাসে ৫০০০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া রাজ কুমার শীলের বাড়িটি সংস্কারসহ বাড়ির পাশে একটি দোকানঘর করে দেওয়ার আশ্বাস দেন।

এ সময় অতিরিক্ত পুলিশসুপার (সদর) মো. হাফিজুল ইসলাম, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. মনিরুজ্জামান মনির, প্রেস ক্লাবের সভাপতি শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান উপস্থিত ছিলেন।
ডাক্তার প্রতিদিন এ পাঠক ভালবাসায় ভাইরাল লেখার লিঙ্ক :https://daktarprotidin.com/medical-camp/4830/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0?fbclid=IwAR1v8xkyW5zgjXCMHJVEdLYZmmk0Wdal0UMguLROQy_qMoujnhpZQEx4htM
:

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়