Ameen Qudir

Published:
2020-02-20 01:57:08 BdST

রাজকুমারের জন্য মানবিক মহাআলোড়ন: চিকিৎসার দায়িত্ব নিল দিনাজপুরের ২ মেডিকেল কলেজ


ডেস্ক
_____________________

ডাক্তার প্রতিদিনে প্রকাশিত "ঢাকা মেডিকেল ও ঢাকা বোর্ডের শীর্ষ মেধাবী রাজকুমার এখন ৫০ টাকার দিনমজুর" শীর্ষক প্রতিবেদন এই অনলাইন পত্রিকার অন্য অনেক রিপোর্টের মত সৃষ্টি করেছে মানবিক মহাআলোড়ন। ১২ লাখের বেশী পাঠক এ পর্যন্ত পড়েছেন রিপোর্টটি। সবাই মানবিক বোধে আপ্লুত হয়েছেন। মানবিক সাহায্যের জন্য সবাই আগ্রহী। রিপোর্টটি এ পর্যন্ত শেয়ারই হয়েছে ১ লাখ ৫৯ হাজার।এই শেয়ার বেড়েই চলেছে। বিশ্বব্যাপী অনলাইন বাংলাপাঠকদের কাছে প্রতিবেদনটি। এ নিয়ে সাহায্য সহযোগিতার পাশাপাশি কিছু শুভখবরও আসছে।চিকিৎসার দায়িত্ব নিল দিনাজপুরের ২ মেডিকেল কলেজ;

ডা. টাবলু আব্দুল হামিদ পরিবেশিত এক খবরে জানা যায়,
DMC K 40 ব্যাচের বন্ধু রাজকুমার শীল ও তার ভাইকে দিনাজপুর মেডিকেলে ডা: জাকি, K 47, মেডিসিনের সহযোগী অধ্যাপক এর তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে। ডা: জলধি, K 53 সহযোগী অধ্যাপক, Psychiatry সহ অন্য চিকিৎসকরা বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা শুরু করেছেন। রংপুর মেডিকেলের DMC K 40 ব্যাচের ডা: নাহিদ রেজা উপস্হিত ছিলেন। বিরামপুর UHFPO, ডা: সোহাগ K 57, জনাব হুমায়ুন, যুগ্ম সচিবসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা।
Dhaka Medical College K 40 ব্যাচের বন্ধুরা রাজকুমারের জন্য দীর্ঘ মেয়াদী বাস্তব সম্মত পুনর্বাসনের ব্যাপারে কাজ করছেন।তার মা বর্তমানে তার সাথে আছে, ছেলে বগুড়া পুনড্র বিশ্ববিদ্যালয়ে EEE অধ্যয়নরত।

আরেক খবরে জানা যায়, "ঢাকা মেডিকেল ও ঢাকা বোর্ডের শীর্ষ মেধাবী রাজকুমার এখন ৫০ টাকার দিনমজুর"শিরনামে ডাক্তার প্রতিদিনে ভাইরাল প্রচারের ফলে বিষয়টি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসনের নজরে আসে। সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মো: জাহাঙ্গীর কবির তাৎক্ষণিক ব‍্যবস্থা গ্রহনের ফলে ১৯/০২/২০২০ সকালে ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র রাজ কুমার শিল (K40 Batch) ও তার ছোট ভাই আনন্দ শিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র,তারা একই ধরনের মানসিক সমস‍্যায় আক্রান্ত হওয়ায় দুজনকেই হাসপাতালে ভর্তির ব‍্যবস্থা করে যথাযথ চিকিৎসার ব‍্যবস্থা নেন। র্বতমানে দুভাই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের অধিনে চিকিৎসারত আছেন।

এ পর্যন্ত শেয়ার হয়েছে ১ লাখ ৫৯ হাজার------------

এখানে ডাক্তার প্রতিদিনের রিপোর্টের মূল অংশ ও লিঙ্ক দেয়া হল।

নাম তার রাজকুমার। চেহারাও রাজকুমারের মত। ছিলেন অসম্ভব মেধাবী। ঢাকা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে সম্মিলিত মেধাতালিকায় পেয়েছিলেন উচ্চতম স্থান। যথারীতি সুযোগ পেয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে। তিনি মেধাবীদের মেধাবী। কিন্তু স্বাস্থ্য বিড়ম্বনায় আজ মাত্র ৫০ টাকার দিনমজুর।
এ অবিশ্বাস্য মনে হলে সত্যিই অদম্য অসম্ভব মেধাবীর সত্যি জীবন কাহিনি।
দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় ফার্মাকোলজিতে অকৃতকার্য হওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাজকুমার শীল। তারপর মানসিক রোগের রোগী। পান নি সঠিক চিকিৎসা। আজ তাই এই হাল। আজ তার নামের আগে ডাক্তার সহ নাম হত ডা. রাজকুমার শীল। হতে পারতেন উপমহাদেশ খ্যাত চিকিৎসক। কিন্তু কাজ করছেন এক ভুষি কারখানায়। ঢামেক কে-৪০ ব্যাচের এ শিক্ষার্থী। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অধিবাসী রাজকুমার শীল।রাজ কুমার ঢাকা মেডিক্যাল কলেজের কে-৪০ (k-40) ব্যাচের বলে ডিএমসি'র চিকিৎসকরা আইডেন্টিফাই করেছেন।

ডাক্তার প্রতিদিনের রিপোর্টের মূল লিঙ্ক

https://daktarprotidin.com/medical-camp/4830/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0?fbclid=IwAR1v8xkyW5zgjXCMHJVEdLYZmmk0Wdal0UMguLROQy_qMoujnhpZQEx4htM

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়