Ameen Qudir

Published:
2020-02-11 05:56:03 BdST

৯০ বছর বয়সে টানা ৯০ মিনিট দাঁড়িয়ে ইংরেজি ক্লাস নেন মহাধ্যক্ষ কাঞ্চন আলী



ডেস্ক
___________________

ইংরাজির শিক্ষক মো. কাঞ্চন আলী সিকদার; বয়স ৯০ বছর । বয়েসকে জয় করেছেন তিনি। আর তাই বিনা বেতনে দেন ইংরাজির জ্ঞান। ৯০ বছর বয়েসে একটানা ৯০ মিনিট দাঁড়িয়ে ক্লেশহীন চিত্তে ক্লাস নেন । ৩৬ বছর ছিলেন প্রধান শিক্ষক। অবসরে গেছেন ২৪ বছরের বেশী । জ্ঞান দান তার নেশা। তিনি বাংলাদেশের একজন মহাধ্যক্ষ।


তার দেওয়া জায়গায় সন্তানরা মিলে প্রতিষ্ঠা করেছে কাঞ্চন শিকদার বিদ্যানিকেতন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। এই দুই প্রতিষ্ঠানেই ইংরেজি বিষয়ে ক্লাস নেন ।

আলহাজ্ব কাঞ্চন আলী সিকদারের জন্ম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের দেউলী গ্রামে। তিনি ১৯৫৭ সালে বিএ পাস করেন। পরে ১৯৬০ সালে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ টাকা বেতনে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর থেকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত ৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। অবসরে যান ১৯৯৬ সালে।

সহধর্মিনী বিলকিস জাহান শিক্ষানুরাগী ছিলেন। ৬ সন্তানকে প্রতিষ্ঠিত করেন এই দম্পতি।

কাঞ্চন আলী বলেন, দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে আমি ইংরেজি ও বাংলা বিষয়ে ক্লাস নিয়েছি নিয়মিত। তবে আমার পছন্দের বিষয় ইংরেজি। এ কারণে কাউকে ইংরেজি পড়াতে পারলে ভালো লাগে। আমি যেটা জানি, সেটা যদি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে পারি সেটার যে আনন্দ, তার নাম বিমলানন্দ। আর আমি সেটাই চাই। আজ অবধি আমি কখনো ক্লাসে দেরি করিনি। ক্লাস নেওয়ার সময় কখনো চেয়ারে বসতাম না।

বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এস এম জুবায়ের আলম বলেন, ৯০ বছর বয়েসে একটানা ৯০ মিনিট দাঁড়িয়ে থেকেও ক্লাস নেন তিনি, বয়েসকে জয় করেছেন তিনি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়