Ameen Qudir

Published:
2020-02-10 00:35:20 BdST

বাংলাদেশে ক্যান্সারের আধুনিক থেরাপি শুরু করার চেষ্টা করা উচিত


 

 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর লেখা বই ক্যান্সার প্রকাশ করেছেন মুক্ত ধারা । পাবেন বই মেলাতে মুক্ত ধারা স্টলে ।

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
_____________________


আমরা যখন অনেক ক্যান্সার হাসপাতাল পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আর অনুগ্রহে তাই দেশে ক্যান্সার এর আধুনিক থেরাপি শুরু করার চেষ্টা করা উচিত , ইম্যুনো অঙ্কলজিস্ট , সার্জন ,প্যাথলজিস্ট , অঙ্কলজিস্ট , রেডিয়েশন অঙ্কলজিসট ,হেমাটোঅঙ্কলজিসট এদের সমন্বয়ে টিউমার বোর্ড গঠন করে রোগীর চিকিৎসা সম্বন্ধে সিদ্ধান্ত নেয়া যেতে পারে । চেক পয়েন্ট ইনহিবিটারস , কারটিসেল থেরাপি , টারগেটেড থেরাপি ,
প্রি সিশন মেডিসিন , এসব আমাদের দেশে শুরু করার দিন সমাগত । ২০১৮ সালে জিম এলিসন আর তার জাপানি সঙ্গির নোবেল পুরস্কার , ইম্যুনোথেরাপির ব্যাপারে যুগান্তকারী কারী আবিষ্কারের পর অনেক দুশ্চিকিৎস্য ক্যানসার মানুষের আয়ত্বে , আমরা কেন দূরে থাকব আমাদের যাত্রা শুরু হোক এদের অনুসরণ করে ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়