Ameen Qudir
Published:2020-02-03 00:39:28 BdST
সুখ কোনও গন্তব্য নয় সুখ একটি যাত্রা
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সাহিত্যের পথিকৃৎ
______________________
সুখ কোনও গন্তব্য নয় সুখ একটি যাত্রা
একজন অতি সুন্দরী মহিলা বহু মুল্যবান পরিচ্ছদ পরে তার মনঃচিকিৎসকের কাছে এলেন। বললেন তিনি খুব বিষণ্ণ জীবন তার কাছে অর্থহীন । সেখানে ছিলেন একজন বৃদ্ধা তিনি কিভাবে সুখ খুজে পেলেন তাই জিজ্ঞাসা করতে হল । বৃদ্ধা মহিলা ঝাড়ু দিচ্ছিলেন , ঝাড়ু দেওয়া থামিয়ে শুরু করলেন তার জীবনের গল্প । আমার স্বামী মারা গেলেন ক্যান্সারে এর তিন মাস পর আমার একমাত্র ছেলে মারা গেল মোটর দুর্ঘটনায় । আমার কেউ ছিলনা , কিছু ছিলনা । ঘুমাতে পারছিলামনা ,খেতে পারছিলাম না , আমি কারো দিকে তাকিয়ে কোনোদিন হাসিনি । আমার জীবনটাকে শেষ করে দেবার ইচ্ছাও হল
একদিন সন্ধ্যায় বাসায় ফেরার সময় একটি ছোট বিড়াল বাচ্চা আমার পিছু নিল । আমার খুব মায়া লাগল । বাইরে খুব ঠাণ্ডা তাই সিদ্ধান্ত নিলাম বেড়ালটা ভেতরে আসুক । একটু দুধ দিলাম বাটিতে ও সব চেটে পুটে খেল । এরপর ও আমার পায়ে নিজের শরীর ঘষল , এই প্রথম আমি কারো দিকে তাকিয়ে হাসলাম । তখন আমি ভাবতে থাকলাম একটি ছোট বিড়াল বাচ্চাকে সাহায্য করে যখন আমার মুখে হাসি ফুটল তখন নিশ্চয় মানুষের জন্য কিছু করলে আমার মনে আসবে সুখ
পরদিন আমি কিছু বিস্কিট সেঁকে আমার রুগ্ন প্রতিবেশীর বাড়ি গেলাম । সে শয্যাশায়ী , এগুলো পেয়ে খুব খুশি হল। এভাবে আমি প্রতিদিন মানুষের জন্য কিছু না কিছু করি , তাদের সুখি দেখলে আমার মনে সুখ আসে । আজ আমার চেয়ে ভাল ঘুম কি কারো হয় ? অন্যকে দিয়ে আমার সুখ । একথা শুনে ধনি মহিলা কাঁদতে লাগলেন । অর্থ যা কিনতে পারে সব তার আছে কিন্তু অর্থ যা কিনতে পারেনা এর সব তিনি হারিয়েছেন ,। জীবনের সৌন্দর্য আপনি কত সুখি এর উপর নির্ভর করেনা , নির্ভর করে আপনার কারণে কত মানুষ সুখি । সুখ কোনও গন্তব্য নয় সুখ একটি যাত্রা । সুখ আগামি কিছু সুখ হল এখন কি আছে । সুখ কোনও নির্ভরতা নয় এটি একটি সিদ্ধান্ত । সুখ মানে আপনি কে । আপনার কি আছে তা নয় ।
আপনার মতামত দিন: