Ameen Qudir

Published:
2020-01-02 22:55:29 BdST

'বাংলাদেশী ডাক্তারদের ভিলেন বানিয়ে জেলে দাও:এখন অবাংলাদেশী ডাক্তাররা দলে দলে আসবেন'


 

 

ডা. জীবন চৌধুরী
______________________

তথাকথিত ‘ভুল চিকিৎসায়’ স্কুল শিক্ষিকার মৃত্যু, তিন চিকিৎসক জেলে । এটা বাংলাদেশেই সম্ভব। কারণ বাংলাদেশ এখন অবাংলাদেশী ডাক্তারদের চিকিৎসা ব্যবসার অভয়ারণ্য হয়ে উঠেছে। এজন্য কয়েক দশক ধরে ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশের চিকিৎসকদের ভিলেন বানিয়েছে মিডিয়া। গনশত্রু বানিয়েছে। সেটা সফল হয়েছে। এখন ডাক্তারদের ভিলেন বানিয়ে জেলে দাও।এখন অবাংলাদেশী চিকিৎসকরা দলে দলে আসবেন। কোটি কোটি টাকা বানিয়ে নিয়ে যাবেন। শতাধিক বে সরকারি মেডিকেল কলেজ করে মানহীন চিকিৎসক তৈরীর মাস্টার প্লানও সফল। নামকা ওয়াস্তে এমবিবিএস ডাক্তাররা নানা ভুল করবে। মিডিয়া দেশী ডাক্তারদের বিরুদ্ধে আজান দিয়ে লিখবে। আর অবাংলাদেশী ডাক্তারদের প্রাকটিস রমরমা হবে। হচ্ছেও।
সে আলামত নিয়ে আগে থেকে আমরা বলছিলাম। এখন সব ফকফকা পরিস্কার।
দেশের শীর্ষ দৈনিকে বিজ্ঞাপণ দিয়ে বলা হচ্ছে, ১২০০ টাকা ভিজিট দিয়ে বিদেশী ডাক্তারের অনলাইন কনটালটেশন মিলবে। সেখানে লম্বা লাইন পড়েছে। ১২০০ টাকা কেন, ১২০০০ টাকা ভিজিট নিলেও বাংলাদেশীরা সেখানে হুমড়ি খেয়ে পড়বে। কেননা, বাংলাদেশী ডাক্তারদের ভিলেন বানানোর কাজ সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে। ১২০০ টাকা অনলাইন কনসালটেশন যারা নিচ্ছেন, তারাই বাংলাদেশের ডাক্তাররা চেম্বারে বসে ৬০০/৮০০ টাকা ভিজিট নিলে চেচিয়ে সারা দেশ মাত করেন। ডাক্তাররা কসাই। খালি টাকা নেয়। অথচ ৫০/ ১০০ থেকে ৩০০ টাকার অনলাইন কনসালটেশন যে তারা এখন ১২০০/১৫০০ টাকায় নিচ্ছেন , তার কি হবে। করপোরেট ব্যবসা এভাবেই একটা জাতিগোষ্ঠিকে চিরতরে পঙ্গু করে।

এবার আসি ব্রাহ্মণবাড়িয়ার ডাক্তার জেল নিয়ে।


‘ভুল চিকিৎসায়’ স্কুল শিক্ষিকা নওশীন আহমেদ দিয়ার মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় তিন চিকিৎসককে জেলে পাঠিয়েছেন আদালত।

বছরের ঠিক প্রথম দিন বুধবার বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তিন আসামি হলেন- ডাক্তার ডিউক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডাঃ ডিউক চৌধুরী, ডাঃ অরুনেশ্বর পাল অভি ও ডাঃ শাহাদাত হোসেন রাসেল।

আসামি পক্ষের আইনজীবী শাহ পরান বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে যাবো। এদিকে আজ আদালতে বাদীপক্ষে বিপুল সংখ্যক আইনজীবী চিকিৎসক ডিউকসহ তিনজনের জামিনের বিরোধীতা করেন।

আসামীর উকিলের কথাই আমরা বলব। আমরা ন্যায় বিচার পাইনি। ডাক্তাররা আললাহ নয়। তারা দোষে গুণে মানুষ। তাদের ভুল হতে পারে। সে ভুলের জন্য তারা বিচার বা শাস্তির উর্ধে নন।
একই ভাবে তারা জামিন অযোগ্য নন। তারা পালিয়ে যাবেন না। এই ডাক্তারদের বিচার হোক, অবশ্যই চাই। তারা দোষী হলে শাস্তি, নির্দোষ হলে বিচারে অবশ্যই মুক্তি পাবেন।
কিন্তু জেলে পাঠানোর প্রতিবাদ করি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়