Ameen Qudir

Published:
2019-12-04 15:16:48 BdST

একজন ডিমেনশিয়া রোগীর মনের ১০ আকুতি: যা সবার জানা দরকার


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

_____________________

একজন ডিমেনশিয়া রোগীর মনের আকুতি

হয়ত কারো প্রিয়জন এমনডিমেনশিয়ার শিকার , সেই প্রিয়জন কি বলতে পারে সব কথা ?

১।আমার ব্যাপারে ধৈর্য ধারন কর , মনে রেখ আমার হয়েছে অরগেনিক ব্রেন ডিজিজ যে জন্য আমার নিজের উপর নিয়ন্ত্রন নাই

২। কথা বল আমার সাথে , সব সময় সাড়া দিতে পারবনা তবে আমি তোমার গলার স্বর শুনি । তুমি যা বল অনেক সময় তা ভাল বুঝতেও পারি ।
৩। সহৃদয় হও আমার প্রতি । কারন আমার প্রতিদিনের জীবন হল বেপরোয়া লড়াইয়ের দিন , তোমার সহৃদয়তা হবে বিশেষ উপহার প্রতিদিন /
৪। আমার আবেগ অনুভুতি বিবেচনা কর কারন এসব এখনো আমার হৃদয়ের গভীরে জাগরূক
৫। সম্মান আর মর্যাদার সাথে আমার সাথে ব্যবহার কর
৬। স্মরণ কর আমার অতীত , একদিন আমিও ছিলাম সুস্থ , উচ্ছল , প্রানবন্ত , ছিল জীবনে ভালবাসা ,হাসি আর বুদ্ধি দীপ্ত চলা ।
৭। আমার বর্তমান স্মরণ কর , আমি শঙ্কিত , ভীত মানুষ , আমি আমার পরিবার আর ঘরের নাগাল পাইনা
৮। স্মরণ কর আমার ভবিষ্যৎ ,যদিও আমার কাছে তা মনে হয় অন্ধকার , তবু আমি আগামি দিনের আলোর আশায় থাকি
৯। প্রার্থনা কর আমার জন্য কারন আমি এমন এক কুয়াশায় কাল অতিবাহিত করেই চলেছি , সময় আর অনন্ত কালের মধ্যে যেন তা দুলছে । তোমার উপস্থিতি আমাকে আনন্দ আর আশার বার্তা দেবে
১০। ভাল বাস আমায় , ভালবাসার এ উপহার আশীর্বাদ হওয়ে আসবে আমার জীবনে ।
-----------------------------------------

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়