Ameen Qudir

Published:
2019-12-01 07:00:32 BdST

স্বাস্থ্য কুশল নিয়ে উপমহাদেশে সর্বোচ্চ সংখ্যক ৫৭টি বই লিখেছেন ডা. শুভাগত চৌধুরী


 

ডা. সুলতানা এলগিন
সম্পাদক , ডাক্তার প্রতিদিন
____________________

বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যসাহিত্যের অবদান এখন উপমহাদেশে রেকর্ড তৈরী করেছে। তার
লেখা স্বাস্থ্য সংক্রান্ত বইয়ের সংখ্যা এখন ৫৭ টি । উপমহাদেশের চিকিৎসক লেখকদের মধ্যে তিনি সর্বোচ্চ সংখ্যক ডাক্তারি সাহিত্যের গ্রন্থ রচনা করেছেন। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, বিজ্ঞান নিয়ে জ্ঞানতাপস অদ্রীশ বর্ধন শতাধিক বই লিখলেও স্বাস্থ্যকুশল নিয়ে কোন ডাক্তার লেখকের সর্বোচ্চ সংখ্যা স্যারের হাতেই।  
ডাক্তার প্রতিদিন পরিবারের পক্ষে থেকে অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী স্যারকে অভিনন্দন জানাই। একই সঙ্গে জানাই , স্যার একজন নিরহঙ্কারী নির্লোভ মানুষ। নিয়মিত অদম্য লেখার পাশাপাশি জনমানুষের স্বাস্থ্য কুশলে তিনি নিরলস কাজ করে চলেছেন। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বা সরকার আজও তাকে তার কাজের জন্য সঠিক মূল্যায়ণ করে নি। এটা স্যারের দুর্ভাগ্য নয়। স্যার লাখো রোগী , লাখো পাঠকের যে ভালবাবাসা পেয়ে চলেছেন , তাতেই সদা সন্তুষ্টচিত্ত।
কিন্তু যে দেশ বা সরকার তাকে মূল্যায়ণ বা সম্মানিত করতে পারে নি, সেটা সেই দেশের মানুষের দুর্ভাগ্য। সেই দেশের অসম্মান। আমরা আশা করব , মাননীয় সরকার স্যারকে আগামীতে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত করে নিজেরা সম্মানিত হবেন। দেশকে সম্মানিত করবেন।
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী স্যার প্রগতিশীল চিন্তার অধিকারী ও পথ প্রদর্শক। তিনি প্রচল রাজনীতির ধামাধরা পথে কখনও হাঁঁটেন নি। তাই দু:খজনকভাবে স্যার এখনও হয়তো রাষ্ট্রের সদাশয় কর্ণধারদের নজরে পড়েন নি। আমরা বিশ্বাস করি , এবার পরিবর্তন আসবে। স্যার সম্মানিত হবেন।



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
জন্ম সিলেটে, ১৯৪৭ সালে।

রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন পাঠভবনে এবং দেশে-বিদেশে পড়াশোনা করেছেন। অধ্যাপনা করেছেন স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসাপ্রতিষ্ঠানে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা বিষয়ে গবেষণা করেছেন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে। গবেষণা, প্রশিক্ষণ গ্রহণ ও প্রবন্ধ উপস্থাপনের জন্য ভ্রমণ করেছেন ইংল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও পশ্চিম আফ্রিকা। গবেষণার বিষয় প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষাপদ্ধতি। নিউ ইয়র্ক সায়েন্স অ্যাকাডেমির নির্বাচিত সদস্য। প্রকাশিত বই প্রায় ৫০টি। চিকিৎসাবিজ্ঞান বিষয়ে দেশি-বিদেশি জার্নালে ৫০টির বেশি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন শেরেবাংলা জাতীয় পুরস্কার।

এবার স্যারে র লেখা বই তালিকা থেকে কিছু বই এর নাম পাঠকদের কাছে পেশ করলাম। আগ্রহী পাঠক বইগুলো রকমারি ডট কম থেকে যোগাড় করতে পারবেন।

আমাদের শরীর
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী এর বই সমূহ


আমাদের শরীর

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


স্বাস্থ্য কথা

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


ডায়াবেটিস ব্লাডপ্রেশার কোলেস্টেরল হার্ট এটাক

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

নারীর স্বাস্থ্য

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


আপনার স্বাস্থ্য কুশলসমগ্র

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

 


ডায়াবেটিস : রোগ লক্ষণ ও প্রতিকার

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

 


গোপন রোগের কথা

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


টিন এজ মন শরীর ও স্বাস্থ্য

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী



আপনার কুশল ৩য় খন্ড

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী



ভালো খাওয়া ভালো স্বাস্থ্য

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


আপনার কুশল ২য় খন্ড

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


চিকিৎসা বিজ্ঞানে আবিস্কারের কাহিনী

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

মনের এ দুয়ারটুকু

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যকথা

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী


যৌবন ধরে রাখতে হলে

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

কিডনীর যত্ন

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

শরীর নামের কারখানা

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

সুখে অসুখে

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়