Ameen Qudir

Published:
2019-11-24 21:18:34 BdST

৮০ বছর লাখ লাখ মানুষকে চিকিৎসা দিয়ে মহাপ্রয়াণে ডা.পঞ্চানন চক্রবর্তী


 ডা.পঞ্চানন চক্রবর্তী
ডেস্ক
______________________

প্রায় ৮০ বছর লোক চিকিৎসা দিয়ে মহাপ্রয়াণে গেলেন উপমহাদেশের যুগন্ধর লোক চিকিৎসক ডা.পঞ্চানন চক্রবর্তী । জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন জীবন্ত কিংবদন্তি।
তাঁর হাতে জীবন পেয়েছেন লাখো লাখো রোগী। লোককথা চালু হয়েছিল: যেখানে সকলের শেষ, সেখানে ডা.পঞ্চাননের শুরু। নানা পেশার মানুষ তার সেবা নিতেন। ডা.পঞ্চানন বিনিময়মূল্য নিতেন যৎসামান্য। বলতেন, আমার জীবন ধারণের জন্য যেটুকু দরকার, তার জন্য কিছু দিও।
জীবন ফিরে পাওয়া মানুষও তাকে দিয়েছেন যেমন ভালবাসা; তেমনি খেতের লাউ, মুলো, কলা, ফল ফুল সবজী ধান চাল মুরগি ইত্যাদি।
বলা হয়, ডা.পঞ্চাননের চেম্বারে ফল , সবজী এতটাই জমে যেতো , তিনিও তা অন্য গরীব রোগীদের মাঝে দু হাতে বিলোতেন। এসব করার কারণে তিনি লোকচিকিৎসকে পরিনত হন।
তার প্রয়াণে বিশিষ্ট চিকিৎসকগন বলছেন, এমন যুগন্ধর লোক চিকিৎসক ক্রমেই বিরল হয়ে আসছে। তিনি একটা প্রথা। একটা মহাযুগ।
২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ টায় কাঞ্চনপল্লীর বাড়িতেই জীবনাবসান হয় পঞ্চানন চক্রবর্তীর। মৃত্যুকালে বয়স হয়েছিলো ১০৯ বছর। এখবর ছড়িয়ে পড়তেই রায়গঞ্জে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান গণ আন্দোলনের প্রবীন নেতা দিলীপ নারায়ন ঘোষ সহ বহু সাধারণ মানুষ।

ডাক্তার প্রতিদিন সম্পাদক ডা. সুলতানা এলগিন সহ টিম তাঁর প্রয়াণে প্রনাম ও শোক জানায় । 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়