Ameen Qudir

Published:
2019-10-28 20:52:39 BdST

ভুটানে অবাক হলাম, সর্বোচ্চ বেতন ডাক্তার ও শিক্ষকদের


 

ডা. সফিউল আলম

ভুটান থেকে ফিরে:
___________________________

একটা রাষ্ট্রের সর্বোচ্চ সেবা খাত হল শিক্ষা ও চিকিৎসা। এই দুটি খাতে উন্নত দেশ সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে। কিন্তু অনুন্নত পশ্চাদপদ রাষ্ট্রগুলো ব্যতিক্রম। তারা অকাজের খাতে বেশী বেশী বরাদ্দ করে টাকা নষ্ট করে। লুটপাট করে। মানুষ তাতে ক্ষতিগ্রস্থ হয়। ভুটান এক্ষেত্রে ব্যতিক্রম। উপমহাদেশের সুন্দরী রাষ্ট্র ভুটান এর মধ্যেই এই দুটি খাতের লোকবলের সর্বোচ্চ বেতন নির্ধারণ করে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। তারা জনগন কল্যাণী শীর্ষ দুটি খাতেই বিনিয়োগ করছে বেশী। সরকারি উদ্যোগেই সেখানে শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান বা হাসপাতাল। বিভিন্ন দেশ থেকে ডাক্তারী পড়িয়ে নিজস্ব করছে। শিক্ষক তৈরী করছে। তাদের দিচ্ছে সর্বোচ্চ সম্মান ও বেতন।
বাংলাদেশে বসেই মিডিয়ায় পড়েছিলাম, সরকারি চাকরিতে নতুন বেতন কাঠামো তৈরী করেছে ভুটান সরকার। নতুন কাঠামোতে শিক্ষক, চিকিৎসক, নার্স এবং মেডিকেল কর্মকর্তারা পাবেন সর্বোচ্চ বেতন। এবার বেড়াতে এসে স্থানীয় বন্ধুদের সাথে আলাপে জানলাম , এর মধ্যেই তা বাস্তবায়ন করেছেন ডা. লোটে শেরিংএর সরকার। তিনি ডাক্তার বলে নয়, রাষ্ট্রকে উন্নত করাই তার লক্ষ্য। তাই তিনি এই দরকারি দুই খাতে বেতন বাড়িয়েছেন। যাতে ভুটানিরা শিক্ষা ও চিকিৎসা পায়। অনলাইন গণমাধ্যম দ্য ভুটানিজ জানিয়েছে এই তথ্য। ভুটানে সরকারি চিকিৎসকের সংখ্যা ৮ হাজার ৬৭৯ জন। আর চিকিৎসক ও মেডিকেল কর্মীর সংখ্যা প্রায় ৪ হাজার।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়