Ameen Qudir

Published:
2019-10-17 21:24:26 BdST

পিঙ্ক অক্টোবরের শ্লোগান: প্রতি মাসে নিজে নিজের স্তন পরীক্ষা করে দেখুন



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ

__________________________

পিঙ্ক অক্টোবরে শুনুন কথা।
বিশ্ব জুড়ে
নারীদের মধ্যে সবচেয়ে সচরাচর হল স্তন ক্যান্সার। স্তন ক্যান্সারে মৃত্যু হ্রাস করতে হলে একে আগাম স্ক্রিনিং এর মাধ্যমে আগে ভাগে তা সনাক্ত করতে হবে ।
২০-৩৯ বছর বয়সে
প্রতি মাসে নিজে নিজে নিজের স্তন পরীক্ষা করে দেখা
প্রতি ৩ বছরে একজন ডাক্তার দিয়ে ক্লিনিক্যাল ব্রেস ট এক্সাম
৪০-৪৯ বছর বয়সী
প্রতি মাসে নিজে নিজের স্তন পরীক্ষা
ডাক্তার দিয়ে বছরে একবার ক্লিনিক্যাল ব্রে স ট এক্সাম
৪০ বছর হলে প্রথম ম্যা মো গ্রা ফী এরপর প্রতি দু বছরে এক বার
৫০ আর এর উপর হলে
মাসে একবার নিজে নিজের স্তন পরীক্ষা
প্রতি বছরে একবার ডাক্তারের সাহায্যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম
প্রতি বছর ম্যা মো গ্রা ফি

বিশ্ব স্বাস্থ্য সং স্থা
_______________________________

এবার একটি মানবিক গল্প পাঠকদের জন্য :

চরিত্রের জন্য অর্থ ব্যয় কর কিন্তু চরিত্র খুইয়ে অর্থ উপার্জন কর না

একজন দরিদ্র বৃদ্ধ ডিম বিক্রেতা ফুট পাথে এক ঝুড়ি ডিম নিয়ে বসেছিল বিক্রি করার জন্য । একজন মহিলা তার বিলাসবহুল গাড়ি থেকে নেমে এল তার কাছে আর জিজ্ঞেস করলে তোমার ডিমের দাম কত?" বুড়ো বিক্রেতা বলল একটি ডিম ০.৫ ডলার । " " আমি ছটা ডিম কিনতে চাই ২.৫ ডলার । দিলে দাও না হলে আমি চলে যাচ্ছি ।" ডিম অলা সম্মত । আপনি যে দামে কিনতে চান কিনে ফেলুন ।" সে ভাবল সকালে এর চেয়ে ভাল বউনি আর হবেনা , একটা ডিমও এখনো বিক্রি হলনা । মহিলাটি তার বলা দামে কিনল আর চলে গেল মনে করল বুড়োকে ভাল ঠকিয়ে বেশ জিতেছে ।সে তার বিলাসবহুল গাড়িতে উঠল আর তার বন্ধুকে নিয়ে এসে ঢুকল এক বিলাস বহুল রেস্তোরায় । খাবার অর্ডার দিল দুজনে অনেক খাবার কিন্তু তেমন কিছুই খেলনা । বিল হল ৪০০ ডলার । সে ৫০০ ডলার নোট দিয়ে বলল বাকিটা তোমার টিপস । বিলাস বহুল রেস্তোরার জন্য এটা কিছু না কিন্তু বুড়ো ডিম বিক্রেতার প্রতি কিন্তু অবিচার করা হল । আমরা কেন দরিদ্র বিক্রেতার প্রতি এত কঠোর হই অথচ ধনি বিক্রেতার প্রতি দয়া শীল হয়ে অথচ তারা এই দয়া চায়না ।
একটা গল্প বলি একজন পিতা দরিদ্র বিক্রেতাদের কাছ থেকে ছোট খাটো জিনিষ কিনতেন উচ্চ দামে হয়ত সে জিনিষ গুলো তার লাগতোই না ।
মাঝে মাঝে অবাক হয়ে তার ছেলে একদিন তাকে জিজ্ঞাসা করল " বাবা তুমি এরকম কেনও কর" ? বাবা বলল দেখ এটা হল মর্যাদার আড়ালে পরহিত আর বদান্যতা । চরিত্রের জন্য অর্থ ব্যয় কর কিন্তু চরিত্র খুইয়ে অর্থ উপার্জন করনা ।"
আমার যারা ছাত্র / ছাত্রী ত্তারা নিশ্চয় এর মর্মার্থ বুঝতে পেরেছে ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়