Ameen Qudir

Published:
2019-10-12 18:35:44 BdST

রেনিটিডিন সিরাপ কেনো নিষিদ্ধ করেন নি!ফরমালিন সহ অনেক কার্সিনোজেনিক খাবার নিষিদ্ধ নয় কেন!


 

ডা.সাঈদ এনাম

_____________________________

উইকিপিডিয়া তে রেনিটিডিন এর প্রিপারেশন জায়গাটা হঠাৎ করে তারা ডিলিট করেছে।
আমি ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এ কয়েকদিন আগে মেইল দিয়েছিলাম রেনিটিডিন সিরাপ কেনো নিষিদ্ধ করেন নি?
তারা বলছে, সিরাপের ব্যাপারে স্টাডি নেই। আমি আরেকটা মেইল দেই,
"প্রিভিলেন্স অফ ক্যান্সার এমং রেনিটিডিন ইউসার'স" এ নিয়ে কোন স্টাডি আছে কিনা?
তারা এর রিপ্লাই এখোনো দেয়নি।
আমার জানামতে রেনিটিডিন খেয়ে দেহে ক্যান্সার দেখা দিয়েছে এমন গত ৪০ বছরে হয়নি। তাহলে হঠাৎ করে বন্ধ কেনো। যদিও রেনিটিডিন এর প্রিপারেশন কার্সিনোজেনিক।সে হিসাবে, ফরমালিন, সহ অনেক খাবার প্রিজারভেটিভ ও কার্সিনোজেনিক।
সো হোয়াই দিস আর নট ব্যান্ড?

__________________
ডা.সাঈদ এনাম

সাইকিয়াট্রিস্ট
কে-৫২

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়