Ameen Qudir

Published:
2016-12-31 16:33:35 BdST

একজন দূর্নীতিবাজ পরিচালকের গল্প


 

 

 

ডা. মো. নাসিরউদ্দিন আহমেদ
__________________________

আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
১ লা নভেম্বর ২০১৫ সালে যোগদান করি।

যেদিন হাস্পাতালে ঢুকি নাকে রুমাল দিয়ে ঢুকি।
আমার প্রথম কাজ জাতীয় পতাকার বেদীটা সংস্কার করা।

তারপর খাবার দেখে নিজেরই বমি আসছিল।শুনলাম হাইকোর্টে তিন বছর ধরে কেস।পথ্যের উচ্চমূল্য, সুতরাং পরিমান কম।
প্রথম যুদ্ধ কেস নিষ্পত্তি করা।৬ মাসের মাথায় কেস নিস্পত্তি হলো।ডায়েট এখন কড়া নজরদারী তে।অনেকের শত্রু হলাম।নোংরাহাসপাতাল পরিচ্ছন্ন করা ও দূর্নীতিপরায়ন কর্মচারী দের বদলী করার কারনে পুনরায় শত্রু সংখা বৃদ্ধি ।

ঔষধ শতভাগ দেয়ায় অনেকের চক্ষুশুল।রোগী বৃদ্ধি পাওয়া অনেকের কষ্টের কারণ।
নিয়ম নীতি মেনে চলায় কারো কারো কাছে অপ্রিয়।
মেডিকেল রিপ্রেজেন্টটিভ দের হাসপাতাল ভিজিট বন্ধ করা আমার অন্যায় হয়ে গেছে।
যন্ত্রপাতি কিনে দেয়াতে রোগীরা অল্প খরচে সেবা পায় বলে অনেকের ব্যবসা কমে গেছে।

আমি দূর্নীতিবাজ পরিচালক।আমাকে সরাতে নানামুখী ষড়যন্ত্র।বড় বড় নেতার চেম্বারে মিটিং হচ্ছে।কিছু উচ্ছৃংখল কর্মচারী মানব বন্ধন করছে
কিছু সাংবাদিক পত্রিকায়
রিপোর্ট করছে হাসপাতলের বিরোধিতা করে।
বি এম এর কোন এক বড় নেতা ও তার অনুসারী কিছু ডাক্তার ও ওয়ার্ড পর্যায়ের নেতা ও বদলিকৃত কর্মচারী ফান্ড সংগ্রহ করছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পরিচালক কে বদলী করবে।

আমি আমার বদলী হলে খুশী হব।ময়মনসিংহ বিভাগের মানুষ ঘুমিয়ে থাকলে এমনটাই হবে।আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাই মূল ধারার সাংবাদিকদের ও সচেতন নাগরিকদের যারা হাসপাতাল কর্তৃপক্ষ কে এযাবত সমর্থন দিয়েছেন

আমি যা করেছি তা সঠিক মনে করেই করেছি।আমার কোন দুঃখ নেই।আগের চেয়ে একটু হলেও হাসপাতাল ভাল অবস্থানে এসেছে।আমি কৃতজ্ঞ আপনাদের ভালবাসার জন্য। আপনারা ভাল থাকুন।সবাইকে নববর্ষের বিনম্র শুভেচ্ছা।ভাল থাকুন সবসময়।
________________
বি.দ্র. ডা. মো. নাসিরউদ্দিন আহমেদ র এই লেখা তার স্ট্যাটাস থেকে প্রাপ্ত।
__________________________

 

লেখক ডা. মো. নাসিরউদ্দিন আহমেদ
Hospital Director at Mymensing Medical College Hospital

Former Commandant at CMH,Dhaka


Studied at Chittagong Medical College

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়