Ameen Qudir

Published:
2019-08-28 17:44:57 BdST

জীবন দিয়ে রোগীর জীবন বাঁচানো ডাক্তারদের হিরোজ অব হিউম্যানিটি সম্মান দেয়া হোক


 

 

ডা. মশিউর রহমান টিপু
_________________________

নিজের জীবন দিয়ে সাধারণ রোগী ও ডেঙ্গু রোগীদের সেবায় অক্লান্ত নিয়োজিত থেকেছেন এরা । জীবনের জয়গান গেয়েছেন। । রাষ্ট্র , সরকার কি তার সম্মান দিয়েছে।
২০১৯ সালে চলতি ডেঙ্গু মৌসুমে রোগীসেবা চালিয়ে গিয়ে , রোগীদের জীবন বাঁচাতে গিয়ে ডেঙ্গুরোগের শিকার হয়ে প্রয়াত হলেন এই সব কর্মবীর চিকিৎসক।
তাদের নাম পরিচয় জেনে নিন।
রাষ্ট্র.সরকার তাদের সম্মান দিক বা না দিক, আমরা ডাক্তাররা আসুন, তাদের হিরোজ অব হিউম্যানিটি হিসেবে সম্মান জানাই।

 

শোকের এপিটাফ
এরা হলেন,
ডা. নিগার মাহমুদ দীপু , ১৩তম ব্যাচ , এমএমসি। মারা গেছেন ৩ জুলাই।
ডা. রোমানা আফরোজ। ৭তম ব্যাচ। ডিএলএমসি। মারা গেছেন ১২ জুলাই।
ডা. শাহাদত হোসেন হাজরা। ১২ ব্যচ। এসএসএমসি
। মারা গেছেন ২১ জুলাই ২০১৯।ডা. উইলিয়াম ম্রং ।নবম ব্যাচ। এমএমসি। ২৬ জুলাই২০১৯।
ডা. তানিয়া সুলতানা। ৪৯তম ব্যাচ। এস ও এমসি। মারা গেছেন ২৬ জুলাই ২০১৯।
ডা. রাশিদুজ্জামান রিন্টু। ৩৩তম ব্যাচ। আর এমসি। মারা গেছেন ৩ আগস্ট।

 

এরা সবাই ছিলেন হিরো অব হিউম্যানিটি। কর্মবীর। অক্লান্ত রোগীসেবা করেছেন। কাজের ফাঁকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সেই রোগ কেড়ে নিয়েছে প্রাণ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়