Ameen Qudir

Published:
2019-08-26 05:36:51 BdST

বাংলাদেশের চিকিৎসকদের সুচিকিৎসায় ৯০ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন


সুস্থতার পর রোগী ও চিকিৎসকের চিরায়ত অমলিন হাসি। ফাইল ছবি

ডেস্ক
_________________________

বাংলাদেশের মহামারীর মত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল ডেঙ্গুর। বাংলাদেশের চিকিৎসকদের অক্লান্ত বিশ্রামহীন সেবায় তা সাফল্যের সঙ্গে মোকাবেলা করা সম্ভব হয়েছে। ডেঙ্গুর ভয়ে অনেকে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। কিন্তু চিকিৎসকদের অভয় ও ত্যাগী চিকিৎসায় সাধারণ অসহায় রোগীরা পেয়েছেন জীবনের আশ্বাস। পেয়েছেন নতুন জীবন। এখন ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বেশীর ভাগ রোগী সুচিকিৎসা পেয়ে জীবন নিয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় , সারাদেশে এখন পর্যন্ত ৯০ শতাংশ রোগী সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে।

২৫ ফেব্রুয়ারি ২০১৯ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায় ।

কন্ট্রোল রুম জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৫১৪ জন। আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪০৫ জন রোগী।

এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ৬০৭ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় ৬৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এছাড়া সারা দেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৯৪০ জন। যা আগের দিনের তুলনায় ৬ শতাংশ কম।

এর মধ্যে ঢাকা মহানগরীতে বর্তমানে ভর্তি রয়েছে ৩ হাজার ২৬৮ জন। ঢাকার বাইরে হাজার ৬৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়