Ameen Qudir

Published:
2019-08-25 21:33:43 BdST

পার্শ্ববর্তী দেশের সিনিয়ার সিটিজেনরা অনেক সুবিধা পান, বাংলাদেশে কি পান , জানাবেন কি !


 

সস্ত্রীক লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী স্যার । এবার আওয়াজ তুললেন জেরিয়াট্রিক ইস্যুতে।


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক
______________________________

 

আমাদের পার্শ্ববর্তী দেশে সিনিয়ার সিটিজেনরা কি কি সুবিধা পান ! পাঠ করুন।
তাদের জন্য কর শিথিল । ৩ লাখ পর্যন্ত কোনও কর নাই ।
আছে হেলথ ইন্সুরেন্স সুবিধাহ
আকাশ ভ্রমণ ৬০+ বয়স্ক রা প্লেনে ৫০ শতাংশ ডিসকাউন্ট পান
ইকনমি শ্রেণী আন্ত দেশ ভ্রমনে ।

 

রেল ভ্রমন ৬০+ পুরুষ আর ৫৮ + নারী যথাক্রমে ৪০ শতাংশ আর ৫০ শতাংশ ডিস কাউন ট পান সব শ্রেণীতে মেল/এক্সপ্রেস/ রাজধানী / শতাব্দী /দুরন্ত রেল
বাস ভ্রমন ৬০+ পুরুষ আর ৫৮+ নারী ডিস কাউন্ট পান যথা ক্রমে ৪০ আর ৫০ শতাংশ । কিছু বাসের সিট তাদের জন্য রিজার্ভ
উচ্চ হারে বিনিয়োগ
সিনিয়র সিটিজেনস সঞ্চয় প্রকল্প ইন্টারেস্ট প্রতি বছর ৮.৪ (৬০+)
তারা ফিক্সড ডি প জি টে ০.৫ শাতানশ বেশি ইন্টারেস্ট পান।
সরকারের আছে কল্যাণ মুলক স্কিম
ন্যাশনাল ইন্সুরান্স হস পি টে লে ভর্তি হলে ১ লাখ আর জটিল রোগ হলে ২ লাখ
আর আছে
টেলি ফোন বিল সাবসি ডি
ব্যাঙ্ক হাসপাতাল
আলাদা কিউ
কোর্টে প্রেফারেনসিয়াল হিয়ারিং
পাসপোর্ট সুবিধা
অনেক ব্যাংক সুবিধা
আমাদের সিনিয়ার সিটিজেন রা কি কি সুবিধা পান কেউ জানাবেন ?

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়