Ameen Qudir
Published:2019-07-30 21:49:47 BdST
ডেঙ্গুবাহী মশা হাঁটুর উপর আর উড়তে পারে না: এটা অজ্ঞ বিশেষজ্ঞদের অপপ্রচার
ডেস্ক
_________________________
"ডেঙ্গুবাহী অ্যাডিস মশা হাটুর উপর আর উঠতে/উড়তে পারেনা, তাই হাটু পর্যন্ত নারিকেল তেল মেখে রাখলে আপনি নিরাপদ” - এটা ভয়ঙ্কর গুজব। অজ্ঞ চিকিৎসক সহ নানা মহল থেকে এ ধরণের হাস্যকর ও আপত্তিকর গুজব ও অপ্রচার ব্যপক শেয়ারে বিশেষজ্ঞগন বিস্মিত। এটা বন্ধ করা দরকার। ডেঙ্গু বা ডেঙ্গি প্রতিরোধে এ অপপ্রচা র নেতিবাচক কাজ করছে। রোগ প্রতিরোধ কর্ম ব্যহত হচ্ছে।ফেসবুক সহ ইনটারনেট এখন বেশ কিছু অজ্ঞ মূর্খ বিশেষজ্ঞ নামধারী ও ধান্ধাবাজের জন্ম দিয়েছে। এদের থেকে সাবধান। না জেনে , না বুঝে কোন কিছু প্রচার শেয়ার করে অনেকেই সঙ্কটকে তীব্র করছেন। মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।
গবেষক ও সঠিক তথ্য পরামর্শক সায়েদুর রহমান চৌধুরী বলেন,
”ডেঙ্গুবাহী অ্যাডিস মশা হাটুর উপর আর উঠতে/উড়তে পারেনা, তাই হাটু পর্যন্ত নারিকেল তেল মেখে রাখলে আপনি নিরাপদ” - এই রকম ভয়ঙ্কর একটি গুজব ফেসবুকে প্রচারিত হচ্ছে।
প্রকৃত তথ্য হলো একটি সুস্থ অ্যাডিস মশা ৫০ ফুট বা প্রায় ৫ তলা সমান উচুতে উঠার বৈজ্ঞানিক প্রমানাদি আছে। তাছাড়া আপনি হাটু পর্যন্ত তেল মেখে শুয়ে থাকলে নিরাপদ হলেন কিভাবে?
এই গুজবের দ্বিতীয় সমস্যাটি হলো নারিকেল তেল আদৌ ইনসেক্ট রিপেলেন্ট নয়। যদিও ইউএসডিএ-র বরাতে একটি সংবাদ প্রচারিত হয়েছে যে নারিকেল তিল ভিত্তিক রিপেলেন্ট কার্যকর হতে পারে, কিন্তু একাধিক গবেষনায় দেখা গেছে শুধু নারিকেল তেলের মশারোধী কোনই কার্যকারিতা নেই - নারিকেল তেলে অন্য এসেনশিয়াল অয়েল যেমন সিট্রানেলা, নীম অয়েল মেশালে কাজ হতে পারে। প্রফেশানাল অ্যাডভাইজ হচ্ছে, পরীক্ষিত ইনসেক্ট/মসকুইটো রিপেলেন্ট ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করা আর ডেঙ্গুর হাতে জীবন সঁপে দেয়া সমান কথা।
আপনার মতামত দিন: