Ameen Qudir

Published:
2019-07-03 15:32:04 BdST

মানুষের গড় আয়ু বেড়েছে অনেক ,সে সঙ্গে বাড়বে ক্রনিক অসুখের প্রকোপ


 

 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী ,
উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ও লেখক

_________________________


চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নত প্রযুক্তি , অনেক নতুন ওষুধ বেরিয়েছে , জীবনের প্রান্তিক পর্যায়ে অনেক অসুখে এদের প্রয়োজন হয়ত পড়ে , যারা সাধারন মানুষ , মধ্যবিত্ত যারা তারা বিস্ময়ে চেয়ে চেয়ে দেখে এই আশ্চর্য আবিষ্কার আর উদ্ভাবন কিন্তু হায়! নিজের প্রয়োজনে তারা এর আওতায় আসতে পারেনা , অর্থ সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায় , বিত্তশালীরা চিকিৎসার ব্যয় ভার যাই হোক , তা মিটাতে পারে । আর হতভাগ্যরা চেয়ে চেয়ে দেখে , তাদের জীবন দীপ একদিন এভাবে নির্বাপিত হয় । দেশে মানুষের গড় আয়ু বেড়েছে অনেক , আমরা এ নিয়ে উৎফুল্ল হতে পারি , কিন্তু সেসঙ্গে বাড়বে ক্রনিক অসুখের প্রকোপ আর এসব অসুখের চিকিৎসা ব্যয় একপর্যায়ে এমন হয় যা ধনীরা ছাড়া মিটাতে পারবেনা তখন অসহায় সাধারন মানুষ আর মধ্যবিত্তরা মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া অন্য কোন উপায় হয়ত দেখবেনা । বিজ্ঞানের উদ্ভাবন প্রযুক্তির উন্নতি দূরের বাদ্য হয়েই থাকবে তাদের কাছে ।

২.
দেশে অনেক ধনী আছেন কিন্তু তেমন উদাহরন কম যে একটি ভাল হাসপাতাল , একটি ভাল শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠা করা হচ্ছে , যেগুলো হবে অলাভজনক প্রতিষ্ঠান ;,যা দু একটি হচ্ছে তা সব ব্যবসায়িক দৃষ্টি ভঙ্গিতে প্রতিষ্ঠা করা হচ্ছে । আর স্বাস্থ্য সেবা এখন পৃথিবী জুড়ে দারুণ লাভজনক ব্যবসা ।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়