Ameen Qudir

Published:
2019-06-17 20:19:07 BdST

ডাক্তার যখন ভগবান: প্রতিদিন শত রোগী দেখেন গরীবের এমবিবিএস





পবন ঝা
--------------------------------

অবিশ্বাস্য হলেও সত্য। আন্তর্জাতিক বেনিয়াদের প্ররোচনায় বাংলাদেশ , ভারতবর্ষ জুড়ে যখন ডাক্তারদের বিরুদ্ধে অপপ্রচার, হামলা , আহত নিহত করার নানা ঘটনা: তার মাঝেও নিরলস মানবসেবা করে চলেছেন অসংখ্য নিবেদিত প্রাণ চিকিৎসক। সেরা মেডিকেল কলেজ থেকে নিয়েছেন এমবিবিএস ডিগ্রি। তারপর চলে এসেছেন সাধারণ মানুষের নিত্য সেবায়।
দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছেন,,
ভদ্রলোক। সাধারণ পোষাক, খালি পা,
হাতে কমদামি ঘড়ি,,তিন টাকা দামের
পেন নিয়ে,কি যেন লিখে চলেছেন!!

আসুন,
পরিচয় পর্বটা সেরে ফেলা যাক।
ইনি কর্নাটকে রাজ্যের মন্ডয়া-র
একজন কৃতী সন্তান।
নাম --- শংকর গৌড়া।
ডিগ্রী - এম,বি,বি,এস,,, এম,ডি।
কলকাতা মেডিকেল কলেজ থেকে
ডিগ্রী প্রাপ্ত ।



নিজস্ব কোনো চেম্বার নেই। একটা
অত্যাধুনিক চেম্বার বানাতে, কয়েক
লাখ টাকা খরচ। পাবেন কোথায় ??

তাছাড়া, নিজের পৈত্রিক ২ কামরার
ঘর, সেটাও শহর থেকে বহু দুরে।
পেশেন্ট আসবেন কিভাবে ??
যাতায়াতের খরচ পাবেন কোথা থেকে?

প্রতিদিন সকাল ৮ টায় পৌঁছে যান,
একটা ফাষ্ট-ফুডের দোকানের রকে।
সেখানে বসেই রোগী দেখা,, যতক্ষণ
না রোগীর লাইন শেষ হয়।
ওষুধ ও লেখেন সস্তা দামের, এবং
সহজলভ্য।



ওষুধে কাজ হয় কিনা,, সেটা লাইন
দেখেই প্রমাণ পেয়ে যাবেন।।

ডাক্তারবাবুর ভিজিট করো জানেন ??
হাসবেন না, প্লীজ।
৫ টাকা মাত্র। হ্যাঁ,, ঠিকই শুনেছেন,,
৫ টাকা।।

আজকের যুগে,যেখানে চিকিৎসার নামে,
গরীবের পকেট লুন্ঠন করা হচ্ছে,, যেখানে
অসহায় রোগীর পরিবারকে পথের ভিখারি
করে দেওয়া হচ্ছে,,
সেই যুগে ডাক্তার শংকর গৌড়া,, গরীবের
মসীহা স্বরূপ।।।

এমন একজন মানুষের জন্য আমরা
গর্বিত। ডাক্তার গৌড়া-র চরণে
সশ্রদ্ধ প্রণাম। আপনি দীর্ঘজীবি হোউন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়