Ameen Qudir

Published:
2019-06-15 20:31:30 BdST

বুকে নির্যাতিত হওয়ার রক্তক্ষরণ, ইস্তফা দিয়েও রোগী দেখছেন চিকিৎসকরা


 

ডেস্ক
_________________________

বুকে নির্যাতিত হওয়ার রক্তক্ষরণ, তবুও রোগী সেবা থেমে নেই। মহান পেশা । ঈশ্বরের মত সম্মানের পেশা।
তাই ইস্তফা দিয়েও কাজে চিকিৎসকরা, বুকে কালো ব্যাজ পরেই চিকিৎসা।
এই হাসপাতালে পরিষেবা স্বাভাবিক। ইস্তফা দিয়েও কাজে যোগ দিয়েছেন সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরেরা। বুকে কালো ব্যাজ পরেই চিকিৎসা করছেন ডাক্তারা। হাসপাতালের জরুরি বিভাগ খোলা। আউটডোরে রোগী দেখছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবারই স্বাস্থভবনে ই-মেল করে গণ-ইস্তফা দেন হাসপাতালের সাতষট্টিজন চিকিৎসক। তাঁদের দাবি, ইস্তফা গৃহীত হলেই কাজ ছাড়বেন।

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে, সোমবার এনআরএসে, রোগীর পরিবার ও জুনিয়র ডাক্তারদের মধ্যে সংঘর্ষ বাধে। জুনিয়র ডাক্তারদের নিগ্রহের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। যে হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী যান, সেখানে মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ। এই অচলাবস্থা কাটাতে দফায় দফায় বৈঠক হয়েছে। কখনও নবান্নে, কখনও স্বাস্থ্যভবনে। রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে একাধিকবার বার কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে।
_________________________
খবর নিউজ ১৮র সৌজন্যে

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়