Ameen Qudir

Published:
2019-04-23 18:23:34 BdST

ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে,হানাহানি করে তারা ধর্মের আসল বাণী মনে ধারণ করতে পারেনি


 

 


ডা. কামরুল হাসান সোহেল
___________________________

ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে,হানাহানি করে
তারা ধর্মের আসল বাণী মনে ধারণ করতে পারেনি।
কোন ধর্মেই হানাহানিকে প্রশ্রয় দেয়া হয়নি। শান্তির বাণী প্রচার করে সব ধর্ম। হানাহানি করে যারা তারা জঙ্গী, তারা সন্ত্রাসী। তাদের কোন ধর্ম নেই। তাদেরকে যারা অনুকরণ করে তাদের ব্রেন ওয়াশড, তারা ও জঙ্গী,সন্ত্রাসী। সব সন্ত্রাসবাদ নিপাত যাক,
সব ধর্মের মানুষ পাশাপাশি শান্তিতে বসবাস করুক।
শ্রীলঙ্কায় ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনার‍ সময় তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।নিহতদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই, সন্ত্রাসই তাদের ধর্ম।

ফুটনোটঃ

"মসজিদ ভাঙে ধার্মিকেরা, মন্দিরও ভাঙে ধার্মিকেরা। তারপরও তারা দাবি করে তারা ধার্মিক, আর যারা ভাঙাভাঙিতে নেই তারা অধার্মিক বা নাস্তিক। "

  • হুমায়ুন আজাদ
    __________________________
  • ডা. কামরুল হাসান সোহেল :
    আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
    কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
    আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
    সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়