Ameen Qudir

Published:
2019-04-23 10:18:29 BdST

নিহত মুসলিমদের জন্য গির্জায় প্রার্থনা হতে পারলে অমুসলিমদের জন্য মসজিদে কেন নয়!


 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
________________________________

শ্রীলঙ্কার গীর্জায় হামলাতে মুসলিম জঙ্গিরা জড়িত থাকার প্রাথমিক প্রমান পাওয়া গেছে!
আর নিউজিল্যাণ্ডের মসজিদে হামলায় একজন অমুসলিম জড়িত ছিলো।

নিউজিল্যাণ্ড হত্যাকাণ্ডের পর পবিত্র কোরানের বানী দিয়ে নিউজিল্যাণ্ডের সংসদ অধিবেশন শুরু হয়েছিলো, সেদেশের অমুসলিম প্রধানমন্ত্রীও তার বক্তৃতা শুরু করেছিলেন কোরানের বানী দিয়ে।

ঘটনার পর নিউজিল্যাণ্ড এবং এমেরিকায় মসজিদে মসজিদে মুসলিমদের প্রার্থনার সময় আবার কোন সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে পাহাড়া বসিয়েছিলো অমুসলিমরা!

সারাবিশ্বের গীর্জায় প্যাগোডায় ও মসজিদে হতাহতের জন্য শান্তি কামনা করা হয়েছিলো।
নিহতদের আত্মার শান্তি কামনা করে বাংলাদেশেও মসজিদে মসজিদে প্রার্থনা করা হয়েছিলো।

শ্রীলঙ্কা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুরেরও আগে!আসর মাগরিব কিংবা এশার নামাজশেষে কি কোন মসজিদে অপঘাতে নিহতদের জন্য কোন প্রার্থনা করা হয়েছে ?
আমার বাড়ির পাশের মসজিদে অন্তঃত তেমনটি হয়নি!

পবিত্র শবে'বারাতের রাত।
এ রাতে কি তাদের জন্য কোন মসজিদে কোন প্রার্থনা করা হয়েছে ?

সকল মানুষ তো মহান আল্লাহরই সৃষ্টি।
আর বলা হয়ে থাকে ইসলাম শান্তির ধর্ম।
তাহলে আল্লাহর সকল সৃষ্টির জন্য শান্তি কামনা করতে মসজিদের হুজুরেরা এতো সংকীর্নতা দেখায় কেন ?

অপঘাতে নিহত মুসলিমদের জন্য গির্জায় প্যগোডায় প্রার্থনা হতে পারলে অপঘাতে নিহত অমুসলিমদের জন্য মসজিদে মসজিদে কেন প্রার্থনা হতে পারে না ?
____________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়