Ameen Qudir

Published:
2019-04-07 05:04:28 BdST

একটি মানবিক প্রতিবেদনছেলের চিকিৎসার খরচ যোগাতে সর্বহারা এক বাবার আকুতি:' ওর কান্না সইতে পারি না স্যার '


 

 


জেলা প্রতিনিধি শরীয়তপুর
_____________________________


মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিন বছর সাত মাস বয়সী শিশু জিহাদুল ইসলাম। তার বাবা স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক। চার বছর ধরে সন্তানের চিকিৎসার খরচ চালিয়ে আজ তিনি সর্বস্বান্ত। সামান্য বেতনের লড়াকু তরুণ। সন্তানের চিকিৎসার জন্য এখন যেন ভেঙে পড়া প্রাণ। চিকিৎসার খরচ যোগাতে সর্বহারা।

জিহাদুল ইসলাম শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের মো. ইয়াকুব বেপারি ও জান্নাতুন আক্তারের একমাত্র ছেলে।


জিহাদুলের বাবা ইয়াকুব বেপারি জানান, জিহাদুলের ডান  রান ফুলে যন্ত্রণা হতে থাকলে  কেন্দ্রে নিয়ে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ দেন স্বাস্থ্য সহকারী। পরে জিহাদুলকে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ মোস্তফা খোকন, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. শামীম আব্দুল্লাহকে দেখান। তারা জিহাদুলকে ঢাকা শিশু হাসপাতালে দেখানোর পরামর্শ দেন।

পরে জিহাদুলের বাবা ঢাকা শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পরে পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের দেখান। সেখানে জিহাদুলের রানে ক্যান্সার ধরা পরে। সর্বশেষ তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেয়া হলে সেখানে বায়োপসি করা হয়। বায়োপসি করানোর পর চিকিৎসকরা বলেন, রানে অপারেশন করলে ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়বে।

বাংলাদেশের চিকিৎসকের পরামর্শে গত ১৩ জানুয়ারি জিহাদুলকে ভারতের ভেলর সিএমসি হাসপাতালে নেয়া হয়। সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ Dr. LENI GRACE MATHEW জিহাদুলের চিকিৎসা করেন। চিকিৎসক জানান, জিহাদুলকে চিকিৎসা করাতে হলে ভারতে ১৫ মাস থাকতে হবে। এতে খরচ হবে প্রায় ১০ লাখ রুপি। এতে ৬০ ভাগ ভালো হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইয়াকুব বেপারি বলেন, জিহাদুলের চিকিৎসার জন্য প্রায় ১২ লাখ টাকা (১০ লাখ রুপি) দরকার। কিন্তু এত টাকা কোথায় পাব? তাই ছেলের চিকিৎসার ব্যয় চালিয়ে যেতে পারছি না। এমতাবস্থায় সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্য কামনা করছি।

জিহাদুলের মা জান্নাতুন আক্তার বলেন,  জিহাদুলের রানে ক্যান্সার হয়েছে। যত দিন যাচ্ছে রান ফুলে যাচ্ছে। ছেলের রানসহ সারা শরীরে প্রচণ্ড ব্যথা। ব্যথায় ছেলেটা আমার সারাক্ষণ কান্না করে।
জিহাদুলের বিষয়ে কথা বলতে পারেন তার বাবা ইয়াকুব বেপারির সঙ্গে।

মোবাইল : ০১৯১৭ ৩৮৭০১০

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়