Ameen Qudir
Published:2019-03-28 19:48:43 BdST
লিভার রোগের চিকিৎসা ও গবেষণার প্রাণকেন্দ্র হবে শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট
ডা. বি এম আতিকুজ্জামান
__________________________
বাংলাদেশের পরিপাকতন্ত্র এবং লিভার রোগের চিকিৎসা এবং গবেষণার প্রাণকেন্দ্র হবে শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট।
অতি সম্প্রতি ইনস্টিটিউশনটির উদ্বোধন হয়েছে।
আমাদের প্রিয় অধ্যাপক ফারুক আহমেদ ভাই এ ইনস্টিটিউশনটির পরিচালক। ছোটভাই সহযোগী অধ্যাপক কিবরিয়া এটির সহকারী
পরিচালক।
প্রতি সপ্তায় জার্নাল ক্লাব হচ্ছে এখানে। দেশের উদীয়মান পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞরা থাকেন সেখানে।
আমার সৌভাগ্য হয়েছিল এমন একটি ক্লাবে উপস্হিত থাকবার। এটি ছিল খুবই আশাব্যাঞ্জক।
এ ইনস্টিটিউশনে Gastriintestinal Motility র ওপর একটি তথ্যনির্ভর প্রবন্ধ উপস্থাপন করলাম। বাংলাদেশে এ বিষয়ে কোনো
পূর্ণাঙ্গ কেন্দ্র বা সেবাপ্রদানের ব্যাবস্থা এখনো হয়নি।
আমরা এ ব্যাপারে তাঁদের পূর্ণাঙ্গ সহযোগিতা দেবার আশা পোষণ করেছি।
অধ্যাপক মাহমুদ হাসান, অধ্যাপক ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক কিবরিয়া, মাসুদ সহ সবাইকে ধন্যবাদ।
_______________________
ডা. বি এম আতিকুজ্জামান
সুলেখক। মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী খ্যাতিমান চিকিৎসক।
শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট সম্পর্কে আরও তথ্য : ডেস্ক থেকে
রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনসহ ৯টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের অক্টোবরে। বাংলাদেশেও পরিপাকতন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসজনিত গ্যাস্ট্রো ইন্টেসটাইনাল রোগের উন্নত মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এর মাধ্যমে। প্রতিষ্ঠানটি উত্তরোত্তর উন্নতির শিখরে যাচ্ছে।
বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও পরিপাকতন্ত্র, লিভার ও প্যানক্রিয়াসজনিত গ্যাস্ট্রো ইন্টেসটাইনাল রোগের প্রকোপ রয়েছে। জলবায়ু ও পরিবেশগত বিভিন্ন কারণে বর্তমানে গ্যাস্ট্রো ইন্টেসটাইনালজনিত রোগীর সংখ্যা অনেক বেশি।
তাই পরিপাকতন্ত্র, লিভার ও প্যানক্রিয়াসজনিত গ্যাস্ট্রো ইন্টেসটাইনাল রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট ন্যাশনাল ইনস্টিটিউট । এ সংক্রান্ত রোগীরা ন্যূনতম ব্যয়ে বিশ্বমানের সেবা পাবেন।
এখানে ৩২টি কেবিন ও দুটি ভিভিআইপি কেবিন থাকবে। তবে কতগুলো শয্যা ভাড়ার জন্য রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এ হাসপাতাল পরিচালনায় থাকবেন একজন পরিচালক, একজন যুগ্ম পরিচালক, দুজন উপপরিচালক, চারজন সহকারী পরিচালক।
আপনার মতামত দিন: