Ameen Qudir
Published:2019-03-25 20:58:14 BdST
আমাদের যতো স্ববিরোধিতা
ডা. আতিকুজ্জামান ফিলিপ
_____________________________
নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সম্প্রতি এক শুক্রবার বর্বরতম যে সন্ত্রাসী ঘটনায় প্রায় পঞ্চাশজন মুসলিম নিহত হলেন একইরকম ঘটনা যদি কোন দেশের গীর্জায় ঘটতো তাহলে বিশ্বব্যাপী হয়তো সন্ত্রাসবিরোধি যুদ্ধের নামে আরেকটা যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে যেতো!
যেমনটা আমরা দেখেছিলাম নাইন ইলেভেন পরবর্তী সময়ে!
নিউজিল্যাণ্ডের প্রধানমন্ত্রী এই বর্বরতম হত্যাকাণ্ডের পর সেদেশের মুসলিম নাগরিকদের আগলে রাখতে এবং নিরাপত্তা দিতে তার পক্ষ থেকে সর্বোচ্চ উদারতা ও ভালোবাসা দিয়ে যে অকৃত্রিম চেষ্টা করে যাচ্ছেন একই ঘটনা যদি কোন মুসলিম দেশের গীর্জা বা মন্দিরে সংঘটিত হতো তাহলে সেই মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সেইদেশের অমুসলিম সম্প্রদায়ের প্রতি একইরকম সহমর্মিতা দেখাতে পারতেন কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে!
নিউজিল্যাণ্ডের প্রধানমন্ত্রী যেমন করে হিজাব পরে ইসলামী কায়দায় সালাম দিয়ে হাদিস ও কোরানের বানী উদ্ধৃত করে মুসলিমদের প্রতি আন্তরিকতা ও সহমর্মিতা জানাচ্ছেন বিপরীতধর্মী একইরকম ঘটনায় কোন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সেইদেশের অমুসলিমদের ধর্মীয় পোষাক পরে বাইবেল গীতা কিংবা ত্রিপিটক থেকে কোন বানী উল্লেখ করে ঐসব অমুসলিমদের প্রতি একইরকম সহানুভূতি দেখানোর সাহস পেতেন কি-না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে!
কোন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সাহস করে এই কাজটি করলেও সেইদেশের মুসলিম নাগরিকেরা সেই রাষ্ট্রপ্রধানের সমালোচনায় যে সর্বোচ্চ সরব হতেন তাতে কোন সন্দেহ নেই!
এমন কি এইসব মুসলিম নাগরিকেরা সেই রাষ্ট্রপ্রধানকে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করতেও পিছুপা হতেন না!
নিউজিল্যাণ্ডের প্রায় সকল জাতীয় প্রত্রিকার প্রথম পাতায় পুরো পাতাজুড়ে আরবি হরফে সালাম লিখে যেভাবে মুসলিমদের প্রতি সম্মান জানানো হয়েছে বিপরীতধর্মী একইরকম ঘটনায় কোন মুসলিম দেশে অমুসলিমদের প্রতি এমন সম্মান জানানো হতো কি-না সেটা নিয়েও সন্দেহ আছে!
মুসলিমদের প্রতি ভালোবাসা আন্তরিকতা ও সহমর্মিতা জানিয়ে নিউজিল্যাণ্ডের প্রধানমন্ত্রীর বর্তমান কর্মকাণ্ডে এদেশের মুসলিমরা যেভাবে বাহবা দিচ্ছেন ও সাধুবাদ জানাচ্ছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অমুসলিমদের কোন বিপদে তাদের প্রতি একইরকমভাবে সহমর্মিতা জানান এই মুসলিমরাই তখন শেখ হাসিনাকে সাধুবাদ জানানো তো বহুত দূর কি বাত উল্টো তার চৌদ্দগুষ্ঠি উদ্ধার করেন!
বাস্তবিক অর্থে এরা শুধু নিজের হিসেব ঠিক রাখতে যতটা পটু অন্যদের বেলায় ঠিক ততটাই নির্দয়!
নিউজিল্যাণ্ডের সমস্ত অমুসলিম নাগরিক তাদের গীর্জায় প্যগোডায় যেভাবে মুসলিম-অমুসলিম সকল নাগরিকের সহাবস্থান এবং তাদের সকলের সুখ ও শান্তি কামনা করছেন সেটা কোন মুসলিম দেশে হতো কি-না সেটা নিয়েও সন্দেহ আছে কারন মুসলিমদের প্রার্থনালয় মসজিদগুলোতে ইমামেরা প্রায় প্রতি ওয়াক্ত নামাজশেষে শুধুমাত্র মুসলিমদের জন্যই শান্তি কামনা করেন এবং অমুসলিমদের ধ্বংস কামনা করেন!
এমন স্ববিরোধিতা আর বৈপরীত্য দেখে স্রষ্টার আসনে বসে স্বয়ং সৃষ্টিকর্তাও বোধ করি কষ্টের হাসি হাসেন!
_____________________________
ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur
আপনার মতামত দিন: