Ameen Qudir
Published:2019-03-24 20:19:56 BdST
এভাবে ঠেলায় ঘুরতে আনন্দে পথ চললে ফেরেশতাও রক্ষা করতে পারবে না
ডা. সুলায়মান আহসান সুজন
_________________________
এই ছবির মত ঠেলায় ঘুরতে আনন্দে পথ চললে মহাবিপদ। উন্নত বিশ্বে ; ব্যাঙ্ককে সিঙ্গাপুরে গিয়ে দেখুন , পথ চলাও একটা আর্ট। এটাও পথচারীর দায়বদ্ধতা। শুধু নিরাপদ পথ চাই বলে আন্দোলন করব , কিন্তু পথ চলব বিহঙ্গের ছন্দে; তাহলে আমাদের ট্রাফিক পুলিশ কেন , স্বয়ং বৃটিশ আমেরিকান পুলিশও কিছু করতে পারবে না।
সুতরাং নাগরিক আন্দোলন চলবে। অবশ্যই চলবে। পাশাপাশি আমাদেরও সতর্ক হতে হবে। আইন মানতে হবে।
ছবিতে আন্দোলনী শিক্ষার্থী আইন মানছে না। আইন রক্ষার পুলিশও আইন মানছে না। এ যেন আমাদের নাগরিক সঙ্কটের যুগলবন্দি।
আমরা যেমন একজন শিক্ষার্থী বা পথচারীর শোকার্ত সড়ক-মৃত্যু দেখতে চাই না। তেমনি এমন সড়কে পাখির ভঙ্গিতে উড়ন্ত চলাও দেখতে চাই না।
সড়ক নিরাপত্তার আন্দোলনের সঙ্গে এসব আত্মঘাতী চলা বন্ধের আন্দোলন করতে হবে।
এই ছবি নিয়ে মানবাধিকারকর্মী হাফিজুর রহমান সুন্দর লেখা লিখেছেন। সেটা এখানে দিলাম।
হাফিজ লিখেছেন,
এ ছবিটি কোন পত্রিকায় ছাপা হয়েছে কিনা জানিনা। আদৌ কোন পত্রিকায় ছাপা হবে কিনা তাও জানা নেই। কারণ ছবিটিতে পুলিশের কোন দোষ নেই। ছবিটি ফেসবুকে ভাইরাল হবে কিনা তাও জানিনা। নিরাপদ সড়কের দাবিতে যারা স্বেচ্ছায় সেই ছাত্র-ছাত্রীরা এ ছবিটি দেখে লজ্জা পাবে কিনা তাও জানিনা। এভাবে পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কতজন পথচারীকে থামাতে পারবে তাও জানিনা।
আমরা যারা সমাজের সাধারণ মানুষ আমাদের ভয় হয়, আমাদের লজ্জা হয়। নিয়ম না মানাই যে সমাজের সংস্কৃতি, সে সমাজ থেকে আদৌ নিরাপদ সড়ক আন্দোলন কতটা সফল হবে তাও আমাদের সন্দেহ হয়। আইনের শাসন দেখিয়ে ভয় দেখানো যায়, একজনকে শাস্তি দিয়ে অন্যদের শিক্ষা দেয়া হয়। তবে সামাজিক সচেতনতা যতটা কার্যকর ততটা আইন দিয়ে মানুষকে সচেতন করা সম্ভব নয়। এরকম হাজারো ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে, পরিণাম মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। কিন্তু আমরা থেকে যাচ্ছি সেই আগে যা ছিলাম তাই। আমাদের স্বভাবের কোন পরিবর্তন নাই। একটি দুর্ঘটনায় মৃত্যু হলেই আমরা শুধু চালককে দায়ী করেই নিজেদের অজ্ঞতাকে প্রকাশ করি। একটি দুর্ঘটনার সাথে জড়িত থাকে আরও অনেক কারণ। যার অন্যতম একটি কারণ আমরা নিজেরাই সড়ক ব্যবহারে সচেতন নই। এমন ছবির দৃশ্য আর দেখতে চাই না আমরা। নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে তাই আসুন আমরা সবাই সচেতন হই।
আপনার মতামত দিন: