Ameen Qudir

Published:
2016-12-22 19:13:26 BdST

এক বঞ্চিত মুক্তিযোদ্ধার ডাক্তারী পড়া সন্তান বলছি


 

 

 

নাভীম কবির প্রতীক , এমবিবিএস শিক্ষার্থী
________________________

 

 


কোটা প্রথা নিয়ে অনেকদিন থেকেই পক্ষে বিপক্ষে বিতর্ক চলছে।

আমাদের দেশে বর্তমান সময়ে চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কোটা পদ্ধতিতে কিছু আসন পূর্ণ করা হয়।প্রচলিত কোটার মধ্যে কিছু কোটা যেমন মুক্তিযুদ্ধ কোটা,উপজাতি কোটা,প্রতিবন্ধী কোটা দিয়ে আসন পূর্ণ করা হয়।কিন্তু কোটা প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা যায় বিসিএসের ক্ষেত্রে।
কয়েকদিন আগে ৩৪ তম বিসিএসের লিখিত অংশের মার্ক শীট বের হয়েছে।অনেকেই লিখিত অংশে ভাল করার পর ও নন ক্যাডার পেয়েছেন অনেকে।যেটা সত্যিই হতাশাজনক।আর অনেকেই কোটা প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আরো একটু গুছিয়ে বললে মুক্তিযোদ্ধা কোটার উপর।

যারা ভাল নম্বর পেয়েও নন ক্যাডার তাদের দৃষ্টিকোণ থেকে কোটা বিরোধী হওয়া স্বাভাবিক।

কিন্তু কিছু প্রশ্ন

৭১ এ নয় মাসের যুদ্ধকালীন সময়ে কোন কিছুর লোভ দেখে নয় বরং দেশের স্বাধীনতাইই ছিল যাদের লক্ষ্য তাদের এই ত্যাগকে আমরা মূল্যায়ণ কিভাবে করি?আজ আমরা অনেকেই জানিনা দেশের প্রথিতযশা লোক যারা মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়াচ্ছে তাদের অনেকেই সেসময়ে পাকিস্তানি সুযোগ সুবিধা নিয়ে লালে লাল ছিলেন আর সময়ের আবর্তে মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক বনে গিয়েছেন।অথচ পরিবারের একমাত্র অবলম্বন অনেকেই যারা অগ্র পশ্চাৎ না ভেবে দেশের জন্য জীবনবাজি রেখেছিলেন।

অনেক বীরশ্রেষ্ঠের পরিবারের অর্থনৈতিক অবস্থা শোচনীয়।ঢাকা পর্যন্ত এসে কোটা বিষয়ে জেনে সেই সুবিধা কাজে লাগানোর মত অনেকেরই সামর্থ নেই।প্রশ্ন আসতে পারে,তাদের শিক্ষাগত যোগ্যতার দায়ভার বাকি সবাই কেন নিবে,তাহলে পালটা প্রশ্ন কি আসতে পারেনা,যে স্বাধীন দেশ তো সবার।তো সবার জন্য তারা তো ত্যাগ করতে অস্বীকার করেনি।অনেকে নাতি নাতনির প্রসংগ আনতে পারেন,এমন অনেক মুক্তিযোদ্ধা পরিবার রয়েছেন যাদের সন্তান সন্ততি শিক্ষার সুযোগ পাননি যাদের নাতি নাতনি সেই সুযোগ পাচ্ছে যার দায়িত্ব এই রাষ্ট্রের।

মুক্তিযোদ্ধা কোটার পুরো অংশ কখনোই পূরণ হয়না।তাই এক মুক্তিযোদ্ধা কোটাকে বিতর্কিত করবেন না।এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন,যারা একটা সার্টিফিকেটের জন্য মন্ত্রণালয়ে ঘুরেছেন।অনেকে আশাহত হয়ে বা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।আমি নিজেও তেমন একজন পিতার সন্তান।

কোটা মুক্তিযোদ্ধাদের ত্যাগের একটি সম্মান,এটা তাদের করূণা নয়,তাদের অধিকার,আমাদের কর্তব্য।


_______________________________

 

 

নাভীম কবির প্রতীক , চট্টগ্রাম মেডিকেল কলেজ । সুলেখক। এমবিবিএস শিক্ষার্থী। নিয়মিত লেখেন ডাক্তার প্রতিদিনে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়