Ameen Qudir

Published:
2019-03-02 07:05:29 BdST

পায়ে হেঁটে একটানা ৩০ বছরের বেশি সময় ধরে বই বিলি করেছেন পলান সরকার




দীপংকর গৌতম
_________________________

পলান সরকার। বই পড়াটাকে যিনি একটি আন্দোলনে রূপ দিয়েছিলেন,যিনি বোঝাতে শিখিয়েছেন যে জ্ঞানার্জনের মাধ্যমে মানুষের চিন্তায় পরির্তন আনা যায়। এর জন্য দলে দলে লোক বা হোণ্ডার বহর লাগেনা, লাগেনা বক্তৃতা বিবৃতিও । শুধু সদিচ্ছা থাকেই অনেক বড় কাজ করা সম্ভব। এই মহান ব্যক্তি আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজ বাড়িতেই লোকান্তরিত হন।তার বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।
রাজশাহীর বাঘা উপজেলার পলান সরকার। গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বই বিলিয়ে আসেন। যাতে গ্রামের মানুষ বিনা পয়সায় জ্ঞান অর্জন করতে পারে। বৃদ্ধ পলান সরকারের এই ব্যতিক্রমী কাজ নিয়ে বহু প্রতিবেদন ছাপার পর তিনি আলোচনায় আসেন । দেশের সব মহলে ছড়িয়ে পড়ে পলান সরকার নামের এই বাতিঘরের নাম। চেনা -অচেনা সবার শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন তিনি। ১৯২১ সালে জন্ম নেওয়া পলান সরকার ২০১১ সালে একুশে পদক পেয়েছেন।

পলান সরকারের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউশা পূর্বপাড়া গ্রাামে।
নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন পলান সরকার। বইপড়ার এমন আন্দোলন গড়ে তোলেন তিনি।
তাকে নিয়ে ‘সায়াহ্নে সূর্যোদয়’ নামে একটি নাটক তৈরি হয়েছে।
পায়ে হেঁটে একটানা ৩০ বছরের বেশি সময় ধরে বই বিলি করেছেন পলান সরকার।
এই বই পাগল গুণী ব্যক্তির প্রয়ানে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
_________________________


লেখক দীপংকর গৌতম বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক। প্রখ্যাত লোকসংস্কৃতিবিশারদ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়