Ameen Qudir

Published:
2019-02-23 00:51:27 BdST

ন্যাশনাল হিরো চিকিৎসক ও অগ্নি-কর্মীদের ত্যাগের কথা স্বীকার করলেন জ্যেষ্ঠ সাংবাদিক



বিদেশী ছবি মাধ্যম থেকে সংগৃহীত ছবি।

শওগাত আলী সাগর:জ্যেষ্ঠ সাংবাদিক
___________________________

আমি ঢাকার হাসপাতালের চিকিৎসকদের কথা ভাবছি, নার্সদের কথা ভাবছি। স্বাস্থ্যকর্মীদের কথা ভাবছি। নিজেদের ব্যক্তিগত জীবনকে উপেক্ষা করে যারা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের কথা ভাবছি।
আমি ফায়ার ব্রিগেডের কর্মীদের কথা ভাবছি, পুলিশের সদস্যদের কথা ভাবছি। না, তারা কেবল কর্তব্য পালন করছেন না। তার চেয়ে বেশি কিছু করছেন। এমন বিভৎস ঘটনায় দায়িত্ব পালন কঠিন, তারা দায়িত্বের চেয়েও বেশি কিছু করছেন।
এই ধরনের ঘটনায় যারা দায়িত্ব পালন করেন, চিকিৎসক, পুলিশ, ফায়ার ব্রিগেডের কর্মী- তাদের মনের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়, এক ধরনের ট্রমায় আক্রান্ত হন তারা। পশ্চিমে এই ধরনের দুর্বিপাকে যারা দায়িত্ব পালন করেন- তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখা হয়। তাদের বলা হয় ‘হিরো’- ন্যাশনাল হিরো। মিডিয়াগুলো তাদের অসিম সাহসিকতাপূর্ণ কাজের বিবরনও তুলে ধরে।
চকবাজারের বিভৎসতার বিবরন আমরা মিডিয়ায় পাচ্ছি, সেই সব বিবরন পড়ে পড়ে আমরা আমাদের দায়িত্বহীনতাকে অভিশাপ দিচ্ছি, অসংবেদনশীল রাজনীতি আর নেতাদের মুন্ডুপাত করছি, ধিক্কার দিচ্ছি। কিন্তু সাহসে বুক বাধার চিত্রও তো আমাদের আছে। ’সমাজে কিছু সংবেদনশীল মানুষ আছে’- বুক ফুলিয়ে এমন কথা বলার মতো চিত্র্ও তো আমাদের আছে। এই যে হাসপাতালে যারা সেবা দিয়ে দিচ্ছেন, ফায়ার ব্রিগেডের যে কর্মী ধ্বংসস্তুপের ভেতর দিকে ছাই হয়ে যা্ওয়া মানব সন্তানকে তুলে নিয়ে আসছেন, তারাই তো আমাদের অমানবিকতাকে কিছুটা হল্ওে মুছে দিচ্ছেন। আমরা যেনো এদের দিকে নজর রাখি। মিডিয়া যেনো এদের ত্যাগটাকে বড় করে তুলে ধরে।

_________________________

 

শওগাত আলী সাগর। জ্যেষ্ঠ সাংবাদিক। কানাডার শীর্ষ বাংলা কাগজ নতুন দিনের সম্পাদক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়