Ameen Qudir

Published:
2019-02-22 00:51:08 BdST

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তাররা আগুনে দগ্ধমানুষের জীবনরক্ষার মহাযুদ্ধে নেমেছেন




ডা. স্বীকৃতি সাহা
__________________________

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নব নির্মিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আজ পুরান ঢাকার অগ্নিদগ্ধ মানুষের জীবনরক্ষার অমৃত সদন। সাবেক এই বার্ণ ইউনিটে ঘুরে দেখা গেছে জীবন ও মৃত্যুর নানা রঙ। একদিকে বাঁচার আকুতি; অন্যদিকে উপমহাদেশের জীবন্ত চিকিৎসা কিংবদন্তি অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের নেতৃত্বে ডাক্তার সর্বাধিক মনোযোগে মানুষের জীবনরক্ষার মহাযুদ্ধে নেমেছেন।
পুরান ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন ১৮ জন। এঁদের মধ্যে নয়জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি নয়জন চিকিৎসাধীন। তাঁদের অবস্থা ঝুঁকিপূর্ণ। গতকাল বুধবার রাত ১১টা থেকেই এখানে দগ্ধ মানুষ আসতে থাকেন।

 

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন বলেন, চিকিৎসাধীন নয়জনের কেউই ঝুঁকিমুক্ত নন। এঁদের মধ্যে চারজন বেশি ঝুঁকিপূর্ণ। একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। খুব দ্রুত আরও দুজনকে আইসিইউতে নেওয়া হবে। তাদের প্রাণরক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। করা হবে।

সামন্তলাল সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাঁর সঙ্গে যোগাযোগ করে রোগীদের পরিস্থিতি জানতে চেয়েছেন।

আহত যাঁরা বার্ন ইউনিটে ভর্তি আছেন, তাঁরা হলেন আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২৫) ও সালাউদ্দীন (৪৫)।

সোহাগের শরীরের ৬০ শতাংশ ও রেজাউলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। নয়জনের মধ্যে আনোয়ার, রেজাউল, জাকির ও সোহাগের শ্বাসনালি পুড়ে গেছে।

বেশ কিছু লাশ পুড়ে কয়লা -------------

ওদিকে পুরান ঢাকার চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় উদ্ধার করা বেশ কিছু লাশ পুড়ে কয়লা হয়ে গেছে। চেহারা দেখে শনাক্ত করার উপায় নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ এ কথা জানান।

সোহেল মাহমুদ জানিয়েছেন, যেসব লাশ পুড়ে গেছে, কিন্তু চেহারা দেখে শনাক্ত করা যায়, সেগুলোর ময়নাতদন্ত করে আজকেই স্বজনদের দেওয়া হবে। তবে যাদের লাশ পুড়ে কয়লা হয়ে গেছে, শনাক্ত করার জন্য তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য কিছুটা সময় লাগতে পারে।

আজ ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, তাঁদের এখানে এখন পর্যন্ত মোট ৬৭টি লাশ আনা হয়েছে। তার মধ্যে কিছু লাশ আছে, যেগুলো পুড়ে গেছে কিন্তু চেহারা শনাক্ত করা যাবে। কিছু লাশ পুড়ে কয়লা হয়ে গেছে। চেহারা দেখে বা ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত করা সম্ভব নয়। তাদের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করতে হবে। যাদের চেহারা শনাক্ত করা যাবে, সেগুলো ময়নাতদন্ত করে আজ লাশ বুঝিয়ে দেওয়া হবে।

সোহেল মাহমুদ বলেন, তাঁরা কয়েকটি ইউনিটে ভাগ হয়ে কাজ করছেন বলে তাঁদের কাজের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। এর আগে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় এ ধরনের কাজ করতে হয়েছিল তাঁদের।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী সকাল সাড়ে আটটার দিকে ব্রিফিংয়ে জানান, ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও লাশ থাকতে পারে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত লাশের সংখ্যা জানা যাবে না বলছে ফায়ার সার্ভিস।

গতকাল রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাতে পৌনে একটার দিকে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। চকবাজার এলাকার গ্যাস লাইন থেকেও ওই সময় আগুন বের হচ্ছিল। অগ্নিকাণ্ডের পর ওই এলাকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়