Ameen Qudir

Published:
2019-02-13 22:44:13 BdST

উপমহাদেশের সর্বাধুনিক ক্যান্সার হাসপাতালে ২০-২৫ লক্ষ টাকার চিকিৎসা মাত্র ১০টাকায়





ডেস্ক
_____________________

উপমহাদেশের সব থেকে বড় ও সর্বাধুনিক ক্যানসার হাসপাতাল এটি।   প্রাইভেট যে কোন হাসপাতালে যে প্রোটন থেরাপির   খরচ প্রায় ২০-২৫ লক্ষ টাকা৷ তা এখানে মিলবে মাত্র ১০ টাকায়।

এখানে ৫০ বেড শুরু হলেও চলতি বছরে ৪০০ করার টার্গেট রয়েছে৷ ওপিডিতে ৮০-১০০ রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে৷ এরপর ৫০০ বেড ছাড়িয়ে আরও বেশী বেড হবে। ২০৩৫ সাল নাগাদ এটি বিশ্বের বৃহত্তম ক্যান্সার হাসপাতালে রূপ নেবে। এই সরকারী হাসপাতালটি চন্ডীগড়ে। নাম ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট । সারা উপমহাদেশের মানুষ এখানে চিকিৎসা পাবে সুলভে। একটি নজির বলছি।

এখানে প্রোটন থেরাপির ব্যবস্থাও রয়েছে৷ এই থেরাপিতে প্রোটন বিম দিয়ে ক্যানসারের চিকিৎসাও হয়, যা ক্যানসারের কোষকে টার্গেট করে৷ এতে শরীরের অন্যত্র রেডিয়েশনের প্রভাব পড়ে না৷ এর জন্য অত্যাধুনিক মেশিনের অর্ডারও দেওয়া হয়েছে বলে জানা যায়৷

প্রাইভেট যে কোন হাসপাতালে হাসপাতালে এই যন্ত্রের মাধ্যমে চিকিৎসার খরচ প্রায় ২০-২৫ লক্ষ টাকা৷ ঝঝ্ঝরের এই হাসপাতালে চিকিৎসার খরচ মাত্র ১০টাকা, এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যমের খবর থেকে৷

ডক্টর জিকে রথ জানান, দিল্লির এইমস থেকেও এখানে রোগীদের নিয়ে আসা হচ্ছে৷ ২০২০ পর্যন্ত ৫০০ বেড হয়ে যাবে৷ মার্চ থেকে অপারেশন থিয়েটার এবং রেডিওথেরাপিও শুরু করা হবে৷

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়