Ameen Qudir

Published:
2019-02-08 21:24:48 BdST

বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের চাকুরি গ্রাম থেকে শুরু হলে আক্ষরিক অর্থেই উন্নয়ন বিপ্লব হবে


প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জন্য ছবির মত বাড়ি হবে। তা দেখে গ্রামের মানুষের রুচি উন্নত হবে।



ডা. সোলায়মান আহসান
_______________________

বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে চাকুরি শুরু করলে বাংলাদেশে আক্ষরিক অর্থেই উন্নয়নের বিপ্লব হবে। এটা নিশ্চিত করেই বলা যায়।
সরকারকে শুধু চিকিৎসকদের গ্রামে পাঠালেই চলবে না।বিভিন্ন ক্যাডারকে পাঠালে জনগন সর্বোত্তম সেবা পাবে।
এখানে যেসব উন্নয়ন বিপ্লব হবে, তা বলছি।

১. প্রশাসন সহ বিভিন্ন ক্যাডার গ্রামে গেলে সেখানে উন্নত বাসস্থান যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। সেখানে উন্নত শৃংখলা , সুশাসন প্রক্রিয়া নিশ্চিত হবে।
২. গ্রাম বসবাসউপযোগী শহরে পরিনত হবে। সরকারকে কষ্ট করে রাজনৈতিক শ্লোগান দিতে হবে না। ক্যাডার সদস্যরাই সরকারকে কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করবে।
৩. নগর বিকেন্দ্রীকরণ স্বত:স্ফুর্তভাবে হবে। ঢাকার ওপর চাপ কমবে।
৪. ডাক্তারদের গ্রাম বিমুখতা ও অনাগ্রহ আর থাকবে না। অন্যদের পাশাপাশি তারাও থাকবে।
৫. গ্রামে জীবন মান উন্নত হবে। ক্যাডারদের জন্যই হবে।
৬. বাংলাদেশের প্রতিটি গ্রাম আক্ষরিক অর্থে উন্নত বাসযোগ্য হবে।
৭. ব্যবসা বানিজ্য মল সবই গ্রামে হবে।
৮. প্রশাসন সহ সকল ক্যাডারের লোকজনকে গ্রামবাসী কাছেই পাবে।
৯. গ্রামের লোকজনের মধ্যে নগরের প্রতি আকর্ষণ কমবে।
১০. বিভিন্ন ক্যাডারের লোকজন তৃণমূল পর্যায় থেকে জনসেবার দীক্ষা পাবে। সেসব পরে কাজে লাগাতে পারবে।
১১. পুরো বাংলাদেশ পাল্টে যাবে। সকলের মানসিকতার পরিবর্তন হবে।

১২.প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জন্য ছবির মত বাড়ি হবে। তা দেখে গ্রামের মানুষের রুচি উন্নত হবে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়