Ameen Qudir

Published:
2016-12-19 19:57:03 BdST

অন্যদের আগুন থেকে বাঁচিয়ে হাসপাতালকর্মীর সস্ত্রীক করুণ মৃত্যু


 

ডাক্তার প্রতিদিন
_______________________

ওরা দুজন স্বামী স্ত্রী। আগুনের হাত থেকে প্রতিবেশীকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন। বাঁচাতে পেরেছেনও অন্যকে। কিন্তু আত্মদান করলেন অবশেষে পরের তরে।
বন্দর রাজধানী চট্ট গ্রামের ঘটনা।

অন্যের সেবায় আত্মোৎসর্গকারী দুজন হলেন
সৈয়দ হোসেন । চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের অফিস সহকারী । স্ত্রী নাহিদা সুলতানা সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তরছাত্রী ।

 


ভোররাত সাড়ে তিনটা। আগুন, আগুন চিৎকারে ঘুম ভাঙে হোসেন ও স্ত্রী নাহিদা র। দুই বছরের ছেলে আদিয়াত হোসেনকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। বাইরে এসে দেখেন, পাশের বাড়িতে আগুন জ্বলছে।ছেলেকে একজনের কাছে রেখে দুজনেই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। আগুন ছড়িয়ে পড়ে তাঁদের একতলা বাড়ির সামনের অংশেও।

প্রতিবেশীর আগুন নিভিয়ে নিজ ঘরে ঢোকেন নাহিদা। স্ত্রী বের হচ্ছেন না দেখে ঘরে ছুটে যান স্বামীও। শেষ পর্যন্ত দুজনেরই কেউ আর ঘর থেকে জীবিত বের হয়ে আসতে পারেননি।

বাবা মাকে হারিয়ে শিশুসন্তানটি এখন একা।

প্রতিবেশী মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, সৈয়দ হোসেন ও তাঁর স্ত্রী আগুন নেভাতে তৎপর ছিলেন। অন্যদের মতো তাঁরা দুজনও কখনো ভবনের ছাদে উঠে কখনো নিচে দাঁড়িয়ে আগুনে পুড়তে থাকা ঘরগুলোতে পানিও ছোড়েন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়