Ameen Qudir

Published:
2019-01-28 05:47:55 BdST

প্রধানমন্ত্রীআমাদের মেডিকেল কলেজ অনেক বেশি হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী


ফাইল ছবি




ডেস্ক
_________________________

স্বাস্থ্যসেক্টর , মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ জানুয়ারি সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রকে পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
যত্রতত্র অনেক বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনে আগ্রহের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মেডিকেল কলেজ অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা বাঙালিরা হুজুগে মাতি, যে জায়গায় যাই, সেখানেই একটি মেডিকেল কলেজ দরকার। আমি বলি, আমি করে দেবো। আপনি শিক্ষক ও ছাত্রছাত্রীদের একটি তালিকা দেন। সেটা হয় না।

মেডিকেল কলেজগুলো নিয়ে সার্ভে করতে মন্ত্রককে নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, সব জেলায় করা মেডিকেল কলেজ কী অবস্থায় আছে সে বিষয়ে মন্ত্রণালয়ের একটি সার্ভে করা উচিত। কতজন শিক্ষার্থী, কতজন শিক্ষক, শিক্ষার কী কী সুযোগ আছে তা দেখা দরকার।

তিনি বলেন, অনেকগুলো বড় জেলা আছে ১০টা/১২টা উপজেলা, ১৪টাও আছে। সেসব জায়গার যেখানে বড় মেডিকেল কলেজ নেই, সেখানে আমরা মেডিকেল কলেজ করতে পারি, হাসপাতাল করতে পারি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়