Ameen Qudir

Published:
2019-01-22 21:39:19 BdST

চিকিৎসা সুরক্ষানবজাতকের চিকিৎসা সুরক্ষায় বিশ্বকে পথ দেখিয়েছে বাংলাদেশ


 

 


ডেস্ক
____________________

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ইশতিয়াক মান্নানের ইতোপূর্বে দেয়া এক সেমিনার বক্তব্যের সারাংশ আমাদের হাতে এসেছে। বক্তব্যের গুরুত্ব বিচারে তা প্রকাশ হল। তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ।


নবজাতকের সুরক্ষা সংক্রান্ত নীতি পরিবর্তনে বিশ্বকে পথ দেখিয়েছে বাংলাদেশ।
যদিও নবজাতকের মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বিপুল জনসংখ্যার কারণে বাংলাদেশ ওই তালিকার নিচে রয়েছে।
ভারত বাংলাদেশের অনেক নিচে। তাদের কমানোর হার (নবজাতকের মৃত্যু) আমাদের চেয়ে অনেক কম। এই হার বাংলাদেশে বাড়ছে ।
বাংলাদেশে নবজাতকের মৃত্যু কমানোর হার বিশ্বের গড় হারের চেয়ে বেশি।
গত দশকে বাংলাদেশে দুটি বিখ্যাত গবেষণা হয়েছে। দুটো গবেষণার ফলই বৈশ্বিক নীতিতে প্রভাব রেখেছে। বাংলাদেশে গবেষণার ফল বৈশ্বিক নীতি পরিবর্তন করেছে। এটা বড় সাফল্য।

তবে এক্ষেত্রে বাংলাদেশ দৌড়ের শেষ ধাপে থাকায় সতর্ক হতে হবে। ১৯৯০ সালে যেখানে বাংলাদেশে দুই লাখ ৪১ হাজার নবজাতকের মৃত্যু হত, সেখানে ২০১৬ সালে তা কমে ৬২ হাজারে এসেছে। তবে এখনও প্রতিদিন ১৭০টি নবজাতকের মৃত্যু হচ্ছে জীবনের প্রথম মাস পূরণ করার আগেই।
অপরিণত অবস্থায় জন্ম, জন্মের সময় শ্বাস নিতে না পারা এবং জীবাণু সংক্রমণে জন্মের প্রথম দিনেই অনেক শিশুর মৃত্যু হয়। সময়োচিত পদক্ষেপে এই শিশুদের ৮৮ শতাংশেরই মৃত্যু এড়ানো সম্ভব। ১০ টাকা থেকে ৫০০ টাকা মূল্যের সরঞ্জাম ব্যবহারের সুযোগ নিশ্চিত করা গেলে এসব শিশুর জীবন বাঁচানো সম্ভব বলে বৈশ্বিক বিভিন্ন গবেষণায় বলা হয়েছে।
যাত্রাপথের শেষ ধাপে গতানুগতিক ধারার কাজে ফল আসবে না ।
বাংলাদেশে স্বাস্থ্যখাতের নতুন কর্মসূচিতে (২০১৭-২০২২ মেয়াদি) প্রথমবারের মতো জাতীয়ভাবে নিউবর্ন হেলথ প্রোগ্রাম নেওয়া হয়েছে, যাতে নবজাতকের সেবার মানোন্নয়নের পাশাপাশি উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় চলমান কর্মসূচিগুলো থেকে পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়