Ameen Qudir

Published:
2019-01-22 20:39:30 BdST

সহজ সরলএকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবামূল্য ১৫ লাখ টাকা: কেন! পড়ুন আঙ্কিক হিসাব


 

ডা. হৃদয় রঞ্জন রায়
_____________________________

ডাক্তারদের নাইট ডিউটি, আইসিইউ ডিউটি, সিসিইউ ডিউডি, সারারাত ধরে জরুরী অপারেশন ডিউটি, যে কোন ইমার্জেন্সীতে যে কোন সময় ডিউটি (তা রাত ৩/৪ টায় হোকনা কেন), সকাল ৭ টা থেকে ক্লাস, সন্ধায় ক্লাস - এমনতর আরও বহুবিধ বিষয় আছে। আবার যারা নাইট করে তাদের তো ডে অফের বিষয় থাকছেই।ধরুন একজন সার্জারী বিভাগের অধ্যাপক লেকচার নেন মাসে ৩×৪= ১২ টি (৩০০০×১২=৩৬,০০০/-), ওয়ার্ডে প্রাক্টিক্যাল ক্লাস মাসে ৪×৪= ১৬ টি (৩০০০×১৬= ৪৮,০০০/-), প্রতিদিন রোগী দেখেন গড়ে ১০০ টি (১০০×২৬×৫০০= ১,৩০,০০০০/-), অপারেশন করেন মাসে ৫×৪= ২০ টি (৫০০০×২০= ১,০০,০০০/-), মিটিং/ মেডিকেল বোর্ড ইত্যাদি বাবদ ধরুন ৩০,০০০/-। সর্বসাকূল্যে ন্যুনতম মাসিক সেবাদানের আর্থিক মূল্য= ১৫,১৪,০০০/- টাকা।

ইমার্জেন্সী কল বা ডিউটির কথা বাদই দিলাম।এই যেখানে চিত্র সেখানে উপস্থিতির হিসাবটা কিভাবে হবে? অন্যান্য অফিসের অফিস টাইমের উপস্থিতির সাথে কি একটি হাসপাতালের ডাক্তারদের উপস্থিতি মেলানো যাবে? এসব বিষয় বিবেচনায় না নিয়ে কি হুট করে উপস্থিতি গননা করলে তার সঠিকতা থাকবে?পরিসংখ্যানে নাকি একটি কথা আছে, "Statistics is a lie and Damned lie." অর্থাৎ পরিসংখ্যান একটি মিথ্যা যা প্রকৃত অবস্থা তুলে ধরে না। আজকের সবচেয়ে বড় খবরটা কি সেরকম কিছু?

 

_____________________________

লেখক ডা. হৃদয় রঞ্জন রায়লোকসেবী চিকিৎসক। সুলেখক।সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়