Ameen Qudir

Published:
2019-01-21 20:09:16 BdST

ডাক্তার জীবনডাক্তার বন্ধুরা, কিসের আশায় এমন জীবন নিজেই খরিদ করিনু !


 

 


ডা. আশীষ দেবনাথ
________________________

এ জীবন কেমন জীবন !

দৃশ্যপট এক-

তিনি Gynaecologist. সিনিয়র সহকর্মী। নিজে জেলাশহরে থাকেন। পরিবার থাকে ঢাকায়। একসময় ম্যাডামও মাইজদি থাকতেন। বেবি'দের উন্নত জীবনের স্বার্থে ঢাকায় বসবাস শুরু।।
কাজ করতে বেরোলে দেখতাম প্রায়ই মেয়েকে নিয়ম করে ফোন করেন। ''আম্মু কেমন আছো? ভাত খেয়েছ কিনা, এইসব''!!
একদা তিনি অসুস্থ হলেন। ঢাকায় হাসপাতালে ভর্তি হলেন। কিছুটা সুস্থ বোধ করলে আবার নোয়াখালী, আবার চেম্বার-- সেই প্রাকটিস। আসার পর দিন-তিনেকের মাথায় চেম্বারেই আবার অসুস্থ বোধ করলেন। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঢলে পড়লেন এবং মৃত্যু।।

ঢাকা থেকে পরিবার আসলো। দাফন হোল। কোন হা-হুতাশ চোখে পড়লো না !! কি দেখল সবাই? উনার নিজের ব্যাবহার করা যন্ত্রপাতিশুদ্ধ বিক্রি করে তারা ঢাকা চলে গেলেন।।

দৃশ্যপট দুই-
/
এটা আমার পাশের জেলায়।।
তিনি নামকরা সার্জন। একসময় সারা দেশের জেলাগুলিতে একেকজন দক্ষ whole body surgeon ছিলেন। তিনি তেমনি একজন। আছে নিজের ক্লিনিক। করেছেন বিশাল প্রাসাদোপম বাড়ি, জেলাশহরে। কিন্তু থাকেন একা।।
নিজ পরিবার, ছেলে- মেয়ে চট্টলা থাকেন। তিনি ছিলেন জেলার সিংহ। আগের রাত দশটায়ও অপারেশন করেছেন। পরদিন সকালে হঠাৎ বুকে ব্যাথা। নিজেই ডাকলেন এম্বুলেন্স। কিন্তু না, বাঁচানো গেলনা তাকে। মৃত্যুর কোলে ঢলে পড়লেন-- ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও।।

চট্টগ্রাম থেকে পরিবার আসলো। স্কুল পড়ুয়া ছেলেটার চোখের জল সবার নজরে পড়েছে। মেয়েদের বা better half এর lesser কোন eye drop কিংবা তেমন কিছু চোখে পড়েনি কারো। এক সপ্তাহের মধ্যেই বাড়ি বিক্রি করে দিয়ে তাদের চট্টলা গমন। দীর্ঘ ২৫-৩০ বছর রাজত্ব করা সিংহ এর কোন চিহ্ন আর জেলায় রইলো না।।

দৃশ্যপট তিন-
/
অপরদিকে একই সময়ে এই জেলাতেই আরেকজন ডাক্তার এর গল্প। উনারও একটি ক্লিনিক ছিল। তবে তিনি কম বিখ্যাত। পরিবার নিয়ে শহরেই থাকতেন। তিনি মারা গেলেন। এখন ছেলেরা ক্লিনিকটি চালায়। ছেলেরা বাবার দেয়া ক্লিনিকের নাম [সিটি] পরিবর্তন করে বাবার নামেই ক্লিনিক এর নামকরন করলো। স্থায়ী হোল তাদের বাবার নাম।।


আসলে এই সবই আমাদের জানা। হঠাৎ মনে হবার কারন নিজের ক্লাসমেট বন্ধু পরিবারকে ঢাকায় shift করলো কিছুদিন আগে। যার সবকিছুই জেলায়। উপলক্ষ মেয়েকে ঢাকায় পড়ানো। এখন আমার বন্ধুটি প্রতি সপ্তাহে ঢাকায় যায়।।

আমরা কেমন জীবন চাই? এমন জীবনেরই বা কি দরকার? কতটা দরকার এমন অনাহুত load জীবনের উপর? ছেলে- মেয়ে পায়না বাবার আদর। সৃষ্টি হয়না পারিবারিক বন্ধন। সপ্তাহ শেষে টাকা দিয়ে আসা, আর বিনিময়ে একটু মেকানিকেল আদর সোহাগ-- কি অর্থ এই জীবনের?

পরিবারকে দূরে রেখে নিজে একা একা থাকা-খাওয়া, অকারনে রাত-বিরাত জেগে কাজ করা, নিজেই অনিয়মকে আমন্ত্রন করে ডেকে এনে নিজের আয়ু কমানো কেন? জীবনতো আর ১০০-২০০ বছরের নয়? মাত্রই তিন- সাড়ে তিন কুড়ি বছর জীবন আমাদের। আর ডাক্তারদের-- এমবিবিএস, ও উচ্চতর ডিগ্রি করার পর থাকে মোটে 'এক কুড়ি' নিজের লাগি !!
তাহলে বন্ধুরা, কিসের আশায় এমন জীবন নিজেই খরিদ করিনু !!

ধন্যবাদ সবাইকে।।
______________________________

ডা. আশীষ দেবনাথ । বিশেষজ্ঞ অবেদনবিদ, নোয়াখালি।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়