Ameen Qudir

Published:
2019-01-17 20:07:37 BdST

বিশেষ নারী আসন: আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন ডা. রোকেয়া সুলতানা


 



ডেস্ক
________________________

ডাক্তার ও স্বাস্থ্যসেবী মহলে অবিসম্বাদিত জনপ্রিয় মুখ ডা. রোকেয়া সুলতানা । তিনি সাংসদ হলে উপকৃত হবে দেশের চিকিৎসক সমাজ ও স্বাস্থ্য সেক্টর। এ বিশ্বাস সকলের।

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন তিনি। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির ডা. সুব্রত ঘোষসহ অনান্য সদস্যবৃন্দ।

ডা. রোকেয়া সুলতানা মিডিয়াকে বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে আসছি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম নিতে যাইনি। এখন এই জায়গাটিতে নিজেকে যোগ্য মনে করি। তাই আমি আশাবাদী। আমি কাজ করতে চাই সকলের কল্যাণে। কাজই আমার যোগ্যতা।

মঙ্গলবার থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য দলীয় ফরম বিক্রি করা শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আগামী ১৮ জানুয়ারির মধ্যে মনোনয়ন ফরম পূরণ করে জমা দিতে হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।

একাদশ জাতীয় সংসদে প্রাপ্ত ২৫৭ আসনের বিপরীতে একক দল হিসেবে ৪৩টি আসনে মনোনয়ন দিতে পারবে আওয়ামী লীগ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়