Ameen Qudir
Published:2019-01-17 01:10:39 BdST
অভিনন্দনচট্টগ্রাম মেডিকেলে বাঙালি সূর্যসন্তানদের জন্য 'ভালোবাসার ব্লক'
চমেকে সূর্যসৈনিকদের জন্য 'ভালোবাসার ব্লক'
সংবাদদাতা
___________________________
মাস্টার দা মহাবীর সূর্যসেনের মহান মাতৃভূমি চট্টগ্রামের বাঙালি সূর্যসন্তানদের জন্য অসাধারণ উদযোগ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আবারও বাংলাদেশের মধ্যে অনন্য উদযোগের নজির রাখল। এ উদযোগ গৌরবের।
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। চিকিৎসার জন্য দেশে এই প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু করা হয়েছে মুক্তিযোদ্ধা ব্লক। এর মাধ্যমে এখন থেকে আর কোনো মুক্তিযোদ্ধাকে চিকিৎসা নিতে এসে অসম্মানিত হতে হবে না। মেঝেতে শুয়ে কষ্ট করে নিতে হবে না চিকিৎসাও।এ ব্যবস্থা চালু হওয়ায় খুশি মুক্তিযোদ্ধারা। হাসপাতালের দ্বিতীয় তলার হৃদরোগ বিভাগে স্থাপন করা হয়েছে বিশেষ এই ব্লক; যা দেশের কোনো হাসপাতালে প্রথম। পাঁচ শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত 'মুক্তিযোদ্ধা ব্লকে' হৃদরোগে আক্রান্ত মুক্তিযোদ্ধারা সেরা চিকিৎসা সেবা পাচ্ছেন।
চিকিৎসকরা জানান, অতীতের তুলনায় বর্তমানে অনেকগুণ বেড়েছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। হৃদরোগ বিভাগে শয্যা রয়েছে মাত্র ৬০টি। কিন্তু এই ওয়ার্ডে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে যায়। এমন অবস্থায় শয্যায় জায়গা না হওয়ায় অনেককে মেঝেতে চিকিৎসা নিতে হয়। এমনকি ওয়ার্ডের বারান্দা ছাড়িয়ে বাইরে সিঁড়ির সামনেও রোগী ভর্তি থাকেন। এমন অবস্থায় জাতির শ্রেষ্ঠ সন্তানদেরও সঠিকভাবে সম্মানের সঙ্গে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় সংশ্নিষ্টদের। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার্থে ও তাদের সঠিকভাবে চিকিৎসা দিতে এই বিশেষ ব্লক স্থাপন করা হয়েছে।
চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, 'উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এই আলাদা ব্লকে সম্মানের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। এতে আমরা আনন্দিত।' হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার দাশের উদ্যোগেই বিশেষ এই ব্লক পেয়েছেন মুক্তিযোদ্ধারা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য অস্ত্র ধরেছেন। তাদের কারণে আমরা আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই কৃতজ্ঞতা থেকে মুক্তিযোদ্ধা ব্লক করার সিদ্ধান্ত নিই আমরা। আমাদের দেশের কোনো হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য এটিই প্রথম উদ্যোগ। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ব্লকটি করা হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. ফজলে রাব্বীর নামে। আমরা কখনও চাইব না জাতির শ্রেষ্ঠ সন্তানরা হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিক। শীতাতপ নিয়ন্ত্রিত এই ব্লকের প্রতিটি শয্যায় কার্ডিয়াক মনিটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া হৃদরোগে আক্রান্ত মুক্তিযোদ্ধাদের নিরবচ্ছিন্ন সেবা দিতে সার্বক্ষণিক নার্স রাখা হয়েছে। এই ব্লকে যেসব চিকিৎসক নিরবচ্ছিন্ন সেবা দেবেন তারা হলেন- সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে, ডা. মো. ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. নরেশ চন্দ্র রায়, ডা. মোহাম্মদ সালেহ উদ্দীন ছিদ্দিকী, ডা. বিপ্লব ভট্টাচার্য্য, ডা. মো. নুর উদ্দিন তারেক, ডা. আ ই ম নুরুদ্দীন জাহাঙ্গীর, ডা. আনিসুল আওয়াল, ডা. মো. রিজোয়ান রেহান, জুনিয়র কনসালট্যান্ট ডা. সন্দ্বীপন দাশ, ডা. মো. আবুল হোসেন শাহীন, ডা. রাজীবসহ আরও অনেকে।
আপনার মতামত দিন: