Ameen Qudir

Published:
2019-01-14 21:09:26 BdST

MMCHতিনটি ডায়ালাইসিস মেশিন নিয়ে পুনরায় যাত্রাশুরু ময়মনসিংহ মেডিকেলের


 

 


ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ

______________________________

১ ৩ জানুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল তিনটি ডায়ালাইসিস মেশিন নিয়ে যাএা শুরু করল পুনরায়। সাধারণ মানুষের দেয়া অসাধারণ সার্ভিস চার্জ দিয়ে আরো তিন টি কিনব।কোন উদ্বোধন বা আত্মতৃপ্তি নেই।দায় আছে। কাজ করে যেতে হবে।কারো গঠন মূলক সমালোচনা কে আমি গুরুত্ব দেই।

কার্ডিও লজি ওয়ার্ডে নুতন ইকো মেশিন ও ই টি টি মেশিন কাজ শুরু করেছে।আরো অনেক কিছু সংযোজিত হবে। কানের পরীক্ষার জন্য অডিওমেট্রি চালু হবে ১ সপ্তাহ পর। আমার অপারেশন এর প্রয়োজন। ঢাকা থেকে মেশিন ৮ লক্ষ করা টাকা ব্যায়ে এনে চর্মরোগ বিভাগে প্রতিস্থাপন করে নিজের অপারেশন করাব। চর্মরোগ এর সার্জারি এখন এখানেই হবে।

আমি আশাবাদী মানুষ। দিন শেষে আল্লাহর উপর ভরসা করে আগামী কালকের স্বপ্ন দেখি।

একটা কথা বলে শেষ করব সমূূদ্রের গভীরতা আংগুল ডুবিয়ে মাপা যায় না।বিশাল বনের কিছু পাতা দেখলে বন দেখা যায় না।

বড় জিনিস নিয়ে ভাবি, বড় অনিয়ম এর দিকে নজর আমার। ছোট বিষয় দেখতে গিয়ে ক্লান্ত ও অবসন্ন হতে চাই না। আল্লাহ প্রিয় হওয়াটাই উদ্দেশ্য। মানুষ আজ ভাল বলবে কাল খারাপ বলবে।এটা মানুষের স্বভাব।গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে জনপ্রিয় হতে বা অন্যের কাজ কে ছোট করা বা তাকে অপদস্ত করার জন্য অনেকে পরিকল্পনা করে।চুড়ান্ত ভাবে সত্যের জয় পরম করুনাময় আল্লাহ কর্তৃক দেয়া হয়। আল্লাহই আমার সবচেয়ে বড় অভিভাবক।
_______________________________

ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ পরিচালক , ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়