Ameen Qudir
Published:2019-01-09 03:21:24 BdST
নিয়োগ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে : নয়া স্বাস্থ্যমন্ত্রী
সংবাদদাতা
______________________
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দ্রুতই স্বাস্থ্যসেবার উন্নয়নে সব মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ করা হবে। নিয়োগ দেয়া হবে ১০ হাজার চিকিৎসক। নিয়োগ প্রক্রিয়ার কাজ পুরোদমে চলছে। বাংলাদেশের সকল বিভাগীয় শহরে একটি করে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে । ৮ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সেই জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে। জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কিডনি বিভাগ করা হবে। গ্রাম এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।
আপনার মতামত দিন: