Ameen Qudir

Published:
2016-12-18 15:36:25 BdST

আর যাই হ ! ভুলেও ডাক্তার হতে চাস নে ভাই !


 

    

            

________________________

আল মামুন , ইন্টার্ন চিকিৎসক

_________________________


ভাই সজীব, ভুলেও ডাক্তার হবি না,, পুলিশ হবি। হাতে ২ টা অস্ত্র দরকার।
প্রাণ খুলে দোয়া করি,, তোর বাবা সুস্থ হয়ে যাক।

কে এই সজীব ! আসুন এবার তার গল্প শুনি ; তারই বয়ানে।

__________
একটা গল্প শুনবে ভাই?
হৃদয় ছোঁয়া স্বপ্ন...
এইচএসসি পড়ুয়া একটা বালকের।
লিখেছে হাসপাতালের বেড থেকে।

স্বপ্ন ভেংগে যাওয়ার একটা গল্প বলছি।
শুনবেন প্লিজ !
.
তখন খুব ছোট। বাবার হাত ধরে গিয়েছিলাম স্কুলে। রোল নম্বর ০১
.
সেই থেকে ০১, ০১ ই থেকে গেলাম।
.
অষ্টমে GPA-5(golden)
SSC-5 (golden)
.
.
.
ভর্তি হলাম স্বপ্নের নটর ডেম কলেজে। ১ম কুইজ,২য় কুইজ..... ভালো কিছু করে দেখাচ্ছিলাম। কলেজ তাকিয়ে ছিলো আমার দিকে।
.
স্বপ্নঃ ডাক্তার হবো। গরীব দের পাশে দাঁড়াবো। বাবার বেতন তো ১২ হাজার করে। তাই পারেন না হাত বাড়াতে। তবে আমাকে শিখিয়েছিলেন অসহায়ের পাশে দাঁড়াতে।
.
তা আর হলো না।
.
হঠাৎ একদিন অসুস্থ। ডাক্তার জানালেন Hip Joint Damaged!!! ex-change করতে হবে Hip joint।
.
মজার ব্যাপার কি জানিস ভাই?
লাগবে মাত্র ৬ লক্ষ টাকা।
.
বাবা বাসায় নিয়ে গেলেন। কি করবেন বলেন? বাবার পক্ষে তো আর এই চিকিৎসা করানো সম্ভব না। নষ্ট হয়ে যাচ্ছে ডান পা ও।
.
দাড়ানোর জন্য দরকার Hip Joint...
কে আর দেবেন এই মেধাবীর স্বপ্নের যাত্রার বহাল রাখতে.?
.
না ভাই। আছে। কলেজ বন্ধুরা রাস্তায় নেমেছে। হাত পেতেছে মানুষ এর কাছে। জোগাড় করেছে ২০ হাজার।
দরকার আরো ও ৫ লাখ ৮০ হাজার।
.
কিন্তু যে স্বপ্ন দেখেছি তা তো আর ভুলতে পারি না। কারণ, এই স্বপ্ন যে বড়ই ভয়ানক। একবার দেখলে আর ভাংতে পারা যায় না এই স্বপ্ন।
.
তাই স্বপ্ন দেখছি। অনেক্কক্কক্ক বড় স্বপ্নটি টিকিয়ে রাখতে আপনাদের কাছে হাত পেতেছি আমি #এইচ_এস_সি পরীক্ষার্থী Sajib Karmakar.....

আমি একদিন ডাক্তার হবো। তখন আপনাদের পাশে আমি নিজে দাড়াব। কথা দিলাম।

_________________

সজীব ভাইরে, তোর কথা শুনলাম। কিন্তু সাবধান ! ভুলেও ডাক্তার হবি না। পুলিশ হ। আর্মি হ। ইঞ্জিনিয়ার হ। প্রাইভেট পড়ানো শিক্ষক হ। কসাই হ। অনেক কামাতে পারবি। বাপমারে খাওয়াতে পারবি। নিজে খেতে পারবি। কেউ তোরে কিছু বলবে না। তোর কাছে মাগনা সেবা চাইবে না কেউ। তোরে অকারণে চড় থাপ্পড় মারবে না কেউ। ফেসবুকে তোকে নিয়ে গালির বন্যােছোটাবে না লোকজন। মেডিকেলে ঢুকে তোকে মারবে না গুন্ডাপান্ডা রা।
তুই ভাল থাকবি। প্লিজ ! আর হোস, ডাক্তার হতে চাস না ভাই। ডাক্তার হওয়ার যন্ত্রনা হাড়ে হাড়ে টের পাচ্ছি ভাই।
যাই হোক, তোর পাশে আছি আমরা ডাক্তাররা। আমরা যতটা পারি তোর জন্য করব। এবার যারা সকাল সন্ধ্যা ডাক্তারদের গালি দেয়, মারার জন্য একেকজন বক্সার মোহাম্মদ আলীর মত ঘুষি বাগিয়ে থাকে-- তাদের উদ্দেশ্যে তোর লেখার বাকি অংশ দিলাম।

আমরা ডাক্তাররা তোর পাশে আছিরে। দেখি আর কে কে তোর পাশে আছে।

_______________________মেধাবী সজীবের পাশে দাঁড়ানোর ঠিকানা _______________

.
BKash: 01751954629 (Hasan, Batchmate)
DBBL: 017519546292(বিঃদ্রঃ DBBL নাম্বার ১২ ডিজিটের হয়।)
.
যোগাযোগঃ
১)০১৭৫১৯৫৪৬২৯ (হাসান)
২)০১৯৮১৩৭৬২২৫ (আকাশ)
.
প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দিন।

শেয়ার দিয়ে সহযোগীতা_করুন
বিঃদ্রঃ ১৯-২০ তারিখের মধ্যে Operation এর টাকা জমা দিতে হবে।

  @ মডেল ছবি ব্যবহার হয়েছে।

____________________________


লেখক আল মামুন , ইন্টার্ন চিকিৎসক। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়